বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ও বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২১। নার্সিং ভর্তি পরীক্ষাসহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান।
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২১:
- মোট আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
- জনসংখ্যা: ১৬ কোটি ৮২ লক্ষ (১৬৮.২ মিলিয়ন)
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৭%
- পুরুষ নারীর অনুপাত: ১০০.২:১০০ জন
- জনসংখ্যার ঘনত্ব: ১১৪০ জন (প্রতি বর্গ কি.মি)
- স্থূল জন্মহার: ১৮.১ জন (প্রতি ১০০০ জনে)
- স্থূল মৃত্যুহার: ৫.১ জন (প্রতি ১০০০ জনে)
- শিশু মৃত্যুহার: ২১ জন (১ বছরের কম বয়সী প্রতি ১০০০ জনে)
- মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতার হার: ২.০৪%
- গর্ভনিরোধক ব্যবহারের হার: ৬৩.৯%
- প্রত্যাশিত গড় আয়ু: ৭২.৮ বছর (পুরুষ: ৭১.১; মহিলা: ৭৪.৫ বছর)
- ডাক্তার প্রতি জনসংখ্যা : ১৭২৪ জন
- সুপেয় পানি গ্রহণকারী: ৯৮.৩%
- স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারকারী: ৮১.৫%
- স্বাক্ষরতার হার (৭বছর+): ৭৫.২% (পুরুষ: ৭৭.৭%; মহিলা: ৭৩%)
- দারিদ্র্যের হার: ২০.৫%
- চরম দারিদ্র্যের হার: ১০.৫%
- মাথাপিছু আয়: ২,২২৭ মার্কিন ডলার (১,৮৮,৮৭৩ টাকা)
- মাথাপিছু জিডিপি: ২,০৯৭ মার্কিন ডলার (১,৭৭,৮৪৩ টাকা)
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৪৭%
- মূল্যস্ফীত: ৫.৫৬%
- জিডিপিতে কৃষিখাতের অবদান: ১৩.৩৫%
- জিডিপিতে শিল্পখাতের অবদান: ৩৫.৩৬%
- জিডিপিতে সেবাখাতের অবদান: ৫১.৩০%
- কৃষিখাতে শ্রমশক্তি নিয়োজিত: ৪০.৬%
- শিল্পখাতে শ্রমশক্তি নিয়োজিত: ২০.৪%
- সেবাখাতে শ্রমশক্তি নিয়োজিত: ৩৯%
- ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি আয় ছিল: ৩৭,৮৮২ মিলিয়ন মার্কিন ডলার
- ২০১৯-২০ অর্থবছরে আমদানি ব্যয় ছিল: ৬০,৬৮১ মিলিয়ন মার্কিন ডলার
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: যুক্তরাষ্ট্রে (১৭.৩২%); ২য় জার্মানিতে (১৫.১৪%)
- বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে: চীন থেকে (২৬.৯০%),২য় ভারত থেকে (১২.৯৩%)
- রপ্তানিতে পোশাক খাতের অবদান: ৮৩% (তৈরি পোশাক ৪১.৭%, নিটওয়্যার ৪১.৩%)
- রেমিট্যান্স: ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার
- রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান: ৮ম
- মোট বাণিজ্যিক ব্যাংক: ৬১টি
- রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি
- স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি
- বৈদেশিক ব্যাংক: ৯টি
- বিশেষায়িত ব্যাংক : ৩টি
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: ৩৪টি
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২১:
- বিশ্বে মোট জনসংখ্যা- ৭৮৭.৫০ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার- ১.১ শতাংশ।
- গড় আয়ু- নারী: ৭৫ বছর; পুরুষ: ৭১ বছর।
- সর্বাধিক জন্মহারের দেশ- বাহরাইন (৪.৩%)।
- সর্বনিন্ম জন্মহারের দেশ: লিথুনিয় (১.৫%)।
- বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ- চীন (১৪৪.২২ কোটি)।
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- ৮ম।
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১- এ বাংলাদেশ:
- বাংলাদেশের মোট জনসংখ্যা- ১৬.৬৩ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার- ১.১%।
- গড় আয়ু- নারী:৭৫ বছর; পুরুষ: ৭১ বছর।
- নারীর প্রতি প্রজনন হার- ২ জন।
- ৬৫ বা তার বেশি বয়সের মানুষ- ৫.৩%।
ফেসবুকে আমাদের সাথে যুক্ত হোন
Post Views: 3,870
বন্ধুদের সাথে শেয়ার করুন:
Like this:
Like Loading...
সম্পর্কিত পোস্ট..