নার্সিং কম্প্রিহেন্সিভ পরীক্ষা ৬মার্চ। ২০১৬–২০১৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের (নিয়মিত ও অনিয়মিত) এবং
বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারি (ফরম পূরণের শেষ তারিখের মধ্যে সনদসামরিক সনদ প্রাভ) কম্প্রিহেলিভ (লাইসেন্সিং/প্রি–রেজিস্ট্রেশন) পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ মার্চ ২০২০ খ্রি শুক্রবার নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কাউন্সিল অধিভুক্ত প্রতিষ্ঠান যথারীতি অনলাইনে আবেদন ফরম পূরণ কৱে সকল কাগজপত্র ও ফিসহ পূর্ণাঙ্গ তালিকা
জমা সাপেক্ষে পরীক্ষার সময়–সূচি, কেন্দ্র ও প্রবেশপত্র ইস্যু সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নিয়মাবলী/শর্তাবলী
১. অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু ১২–০২–২০২০ খ্রিঃ হতে ২০–০২–২০২০ খ্রি বৃহস্পতিবার বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
২. পরীক্ষার ফি জনপ্রতি ২.০০০/- (দুই হাজার) টাকা। সকল পরীক্ষার্থীর ফি একত্রে কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd থেকে
অনলাইনে ফি জমার রশিদ সংগ্রহ পূর্বক প্রিন্ট কপি নিয়ে প্রাইম ব্যাংকের যে কোন শাখায় ফি জমা দিতে হবে। যে জেলায় স্থানে প্রাইম
ব্যাংকের সার্ভিস নাই সে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুকূলে একটি ব্যাংক ড্রাফট/পে
অর্ডারসহ, পরীক্ষার্থীর নাম, পিতার নাম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নং–সহ পূর্ণ তালিকা অগ্রবর্তী (ফরওয়ার্ডিং লেটার) পত্রের সাথে নির্ধরিত
তারিখের মধ্যে জমা দিতে হবে (২০ ফেব্রুয়ারি ২০২০)
৩. অনলাইনে ফরম পূরণের পদ্ধতি (ম্যানুয়্যাল) প্রয়ােজন হলে কাউন্সিলের ওয়েব সাইট থেকে সংগ্রহ করা যাবে।