আর্মড ফোর্সেস নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১

আর্মড ফোর্সেস নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১

আর্মড ফোর্সেস নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান।


Armed Forces Medical Institute (AFMI) এর বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর আংশিক প্রশ্ন সমাধান।

 

 

০১। মৌমাছি চাষকে কি বলে?–এপিকালচার।
০২। ইনসুলিন কোথা থেকে নিসৃত হয়?–অগ্ন্যাশয়।
০৩। অভিরাম বলতে কি বুঝায়?–সুন্দর।
০৪। কোনটি সঠিক?– মুমূর্ষু।
০৫। ‘Attested’ অর্থ কি?–সত্যায়িত।

 

০৬। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে?–আবদুল গাফফার চৌধুরী।
০৭। কোনটি সঠিক?– মনঃকষ্ট
০৮। International Mother Earth Day কবে?–২২ এপ্রিল।
০৯। SAARC কত সালে প্রতিষ্ঠা হয়?–১৯৮৫।
১০। মাদার তেরেসার জন্ম কোথায়?–মেসেডোনিয়া।

 

 

 

১১। কলমের খালি মুখে ফু দিলে কি উৎপন্ন হবে?–শব্দ শক্তি।
১২। কোন ডালে ল্যাথারাইজম রোগ হয়?–খেসারী।
১৩। জবা,কুমড়া ও সরিষা ফুল এদের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?–কীট-পতঙ্গ।
১৪। রেড ক্রস এর সদর দপ্তর কোথায়?–জেনেভা,সুইজারল্যান্ড।
১৫। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?–সম্পূরক কোণ।

 

 

১৬। নিচের কোনটি মৌলিক সংখ্যা?– ৫৯.
১৭। ২ জন লোক একটি কাজ ৮ দিনে শেষ করে। ঐ কাজ ১ম জনে করে ১২ দিনে।২য় জনের শেষ করতে কত দিন সময় লাগবে?–২৪ দিনে।
১৮। Achilles heel means?–A weak point.
১৯। Credit tk 5000 ——- my account?–to.
২০। Which sentence is correct?– Paper is made from Wood.

 

 

২১। John is good__ mathematics?–at.
২২। Material কোন Parts of speech?–Noun.
২৩। Know এর Noun form কোনটি?–knowledge.
২৪। ভাইরাসের জন্য সঠিক নয় কোনটি?–এতে DNA ও RNA থাকে।
২৫। PC এর পূর্ণরুপ কি?–Personal Computer.

 

 

২৬। বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেটের আওতায় আসে?–২০০০ সাল।
২৭। তারেক ১৭দিন আগে বলেছিলো আগামীকাল তার জন্মদিন,আজ ২৩ তারিখ হলেতার জন্মদিন কয় তারিখ ছিলো?–৭ তারিখ।
২৮। ‘ঢাকা গেট’ কে নির্মাণ করেন?–মীর জুমলা।
২৯। বাংলাশের সংসদের প্রথম সদস্য কে ছিলেন?–শেখ মুজিবুর রহমান।
৩০। সোনার খাদ বোঝার জন্য কোন এসিড ব্যবহার করা হয়?–নাইট্রিক এসিড।

 

 

৩১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?–৮ টি।
৩২। আটলান্টিক ও ভূমধ্যসাগর কে একসাথে করেছে কোনটি?–সুয়েজ খাল।
৩৩। প্রকর্ষ এর সমার্থক শব্দ কোনটি?—উৎকর্ষ।
৩৪। ক্রিয়া পদের সাথে অন্য পদের সম্পর্ককে কি বলে?–কারক।
৩৫। correct spelling–caesarian.

 

Medicon BSC in Nursing Admission Guide

 

৩৬। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে সংখ্যাটি কত?–৭০.
৩৭। নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা?–সোডিয়াম।
৩৮। সে আমার চেনা লোক,এইখানে ‘চেনা’কোন পদ?–বিশেষণ।
৩৯। কোনটি জৈব এসিড?–এসিটিক।
৪০। মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য কোনটি?–বীরাঙ্গণা।

 

 

৪১। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?–নিউট্রন ও প্রোটন।
৪২। ইলেকট্রন জারন মানে কি?–ইলেক্ট্রন বর্জন।
৪৩। এপিলেপসি কিসের রোগ?–মস্তিষ্ক।
৪৪। একটি ত্রিভুজের ৩টি বাহু ১৭ সে.মি,১৫সে.মি. ও ৮ সে.মি. হলে ত্রিভুজটি কি?–সমকোনী
৪৫। global vaccination কবে শুরু হয়েছিল?–৪ জুন,২০২০

 

 

৪৬। প্রচুর+য=প্রাচুর্য,কোন প্রত্যয়?– তদ্বিত প্রত্যয়।
৪৭। কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি?–RAM.
৪৮। নাটক উপস্থাপনের জন্য কোনটি বেশী উপযোগী?–মঞ্চ
৪৯। টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়।১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?–4 টি
৫০। রোহিঙ্গা হত্যা মামলা করে কোন দেশ?–গাম্বিয়া।

 

 

৫১। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য?–তুরস্ক।
৫২। পীতলে কি কি ধাতুর মিশ্রণ থাকে?–তামা ও দস্তা।
৫৩। কোনটি সর্বনিম্ন ভগ্নাংশ?–
৫৪। বাংলাশের দীর্ঘতম নদী কোনটি?–মেঘনা।
৫৫। করোনা প্রথম কোথায় শনাক্ত হয়?–চীনের উহান শহরে

 

Medicon Nursing Admission Question Bank & Model Test

 

৫৬। অলটিমিটার দিয়ে কি পরিমাপ করা হয়?–উচ্চতা নির্ণয়।
৫৭। বাবা কোন ভাষার শব্দ?–তুর্কি।
৫৮। কোনটি উপন্যাস নয়?–কবিতার কথা।
৫৯। যোগাযোগের জন্য দ্রুত ইন্টারনেট সংযোগের জন্য কোনটি ব্যবহার করা হয়?–ব্রডব্যান্ড।
৬০। Slow and steady ___ the race.—wins

 

 

৬১। আমি কিংবদন্তি কথা বলছি- কে লিখেছেন?–আবু জাফর ওবায়দুল্লাহ।
৬২। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?–
৬৩। উলুবনে মুক্তো ছড়ানো—বাগধারা।
৬৪। বাংলার প্রথম স্বাধীন নবাব কে?–মুর্শীদকুলী খান।
৬৫। কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ?–

 

 

 

৬৬। দাঁত ও হাড়কে শক্ত করে কোন খনিজ লবণ?–ফসফরাস।
৬৭। কোনটি বংশবিস্তার এর ভৌত ভিত্তি?–ক্রোমোসোম।
৬৮। নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?–ট্রিপসিন।
৬৯। which of the following words can be used as a verb?–Master.
৭০। He give me a pen change into passive voice?–A pen was given to me by him.

 

 

 

৭১। কোন ধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়?–রূপা।
৭২। “To be or not to be that is the question”, is famous line of which of Shakespeare’s plays?– Hamlet.
৭৩। Chittagong is bigger than any other port in Bangladesh (change into superlative)–Chittagong is the biggest port in Bangladesh.

 

 

 

%d bloggers like this: