Mob: 01710267857
ডিপ্লোমা নার্সিং মডেল টেস্ট ০৫
মেডিকন নার্সিং কোচিং
1 / 100
1. কোনটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়?
2 / 100
2. কোনপি পত্নীবাচক শব্দ?
3 / 100
3. Shakespeare’s Measure for Measure’ is a successful-
4 / 100
4. ঐতিহাসিক ‘ছয় দফায়’ কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?
5 / 100
5. সিত্রাং ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল কোন দেশ?
6 / 100
6. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
7 / 100
7. ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি?
8 / 100
8. ‘যার উপস্থিত বুদ্ধি আছে’- বাক্যের এককথায় প্রকাশ কোনটি?
9 / 100
9. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয়-
10 / 100
10. a5.a.a-6 = কত?
11 / 100
11. ‘জল’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
12 / 100
12. কত সালে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার লক্ষ্য স্থির করেছে?
13 / 100
13. ২৫০০ এর বর্গমূল কত?
14 / 100
14. ‘Give away’ means--
15 / 100
15. ‘তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল’ বাক্যটিতে ‘তখনকার’ কোন কারক?
16 / 100
16. It is time (do) the work.
17 / 100
17. নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে?
18 / 100
18. একটি মাত্র সংসদীয় আসন কোন জেলায়?
19 / 100
19. কোন বল পরমাণুর নিউক্লিয়াসে কাজ করে?
20 / 100
20. ‘গীতাঞ্জলি’ কী জাতীয় বিশেষ্য?
21 / 100
21. দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক হলো-
22 / 100
22. শ্বেত কণিকার গড় আয়ু কত দিন?
23 / 100
23. ক্ষীণ দৃষ্টির অন্য নাম কি?
24 / 100
24. B/C + B/C = C সূত্রের উদাহরণ কোনটি?
25 / 100
25. নিচের কোনটি অলংকার আবেগ?
26 / 100
26. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
27 / 100
27. তুঁতের অপর নাম কী?
28 / 100
28. লেন্সের ক্ষমতা +4D বলতে কী বোঝায়?
29 / 100
29. What kind of noun ‘man’?
30 / 100
30. কোনটির কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়?
31 / 100
31. কোন তিনটি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়?
32 / 100
32. ০, ৩, ৮, ১৫, ....... ধারাটির পরবর্তী পদটি কত হবে?
33 / 100
33. ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময়ে নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরের অধীনে?
34 / 100
34. Antoûm of ‘benign’ is---.
35 / 100
35. Find the correctly spelt word:
36 / 100
36. একটি ছাত্রীনিবাসে ৫০ জন ছাত্রীর ৪ দিনের খাদ্য মজুদ আছে। ঐ পরিমাণ খাদ্যে ২০ জন ছাত্রীর কতদিন চলবে?
37 / 100
37. একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। ক্ষেত্রফল কত?
38 / 100
38. The synoûm of the word ‘cordial’ is__
39 / 100
39. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছে কোন দেশ?
40 / 100
40. স্বাধীনতা পুরষ্কার ২০২২ প্রাপ্ত কোনটি?
41 / 100
41. হৃৎপিন্ডের আকৃতি কেমন?
42 / 100
42. রবিবার হইতে বৃষ্টি হইতেছিল।-
43 / 100
43. অন্ধ জনে দেহো আলো।
44 / 100
44. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
45 / 100
45. ‘বুঝে নেওয়া, পেয়ে বসা, মরে যাওয়া’ কোন ধরনের ক্রিয়া?
46 / 100
46. ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
47 / 100
47. Adjective of ‘Heart’ is -
48 / 100
48. বাংলার সবচেয়ে প্রাচীন নাম কী?
49 / 100
49. শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম কী হয়?
50 / 100
50. Would you mind --- me a cup of tea?
51 / 100
51. কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ দেখা দেয়?
52 / 100
52. কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়?
53 / 100
53. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
54 / 100
54. Who spoke it?
55 / 100
55. Every mother loves her child. (Negative)
56 / 100
56. রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা-
57 / 100
57. World Wide Wer এর জনক কে?
58 / 100
58. Red Blood Cell কোথায় উৎপন্ন হয়?
59 / 100
59. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত?
60 / 100
60. লৌহের প্রধান কাজ কোনটি?
61 / 100
61. ২০২৩ সালে আইসিসি বিশ্বকাপ কোন দেশে হবে?
62 / 100
62. কোন বানানটি শুদ্ধ?
63 / 100
63. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
64 / 100
64. নীচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
65 / 100
65. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জণগনকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রধান করেন?
66 / 100
66. ‘শোন একটি মুজিবুরের কণ্ঠ থেকে’ গানটির গীতিকার কে?
67 / 100
67. দুটি সংখ্যার গ.সা.গু. ৪ এবং ল.সা.গু ৪০০। একটি সংখ্যা ১০০ হলে, অপরটি কত?
68 / 100
68. দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়াকে কী বলে?
69 / 100
69. কোনটি বংশগত রক্তের রোগ?
70 / 100
70. মানব দেহের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোম ছাড়া বাকি ক্রোমোজোমগুলোকে কী বলা হয়?
71 / 100
71. SDG এর লক্ষ্য ও লক্ষ্যমাত্রা কতটি?
72 / 100
72. What is the correct spelling?
73 / 100
73. কোন এসিড ক্ষত সারাতে সাহায্য করে?
74 / 100
74. উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
75 / 100
75. কীসের ভিত্তেতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তান ভাষা আন্দোলন সংঘটিত হয়?
76 / 100
76. বাংলাদেশে চূড়ান্তভাবে LDC থেকে বের হবে-
77 / 100
77. বাংলা বর্ণমালায় কত ধরনের যুক্তবর্ণ পাওয়া যায়?
78 / 100
78. Four and four ____ eight.
79 / 100
79. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন?
80 / 100
80. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত উপাদান কোনটি?
81 / 100
81. নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
82 / 100
82. I have been waiting---- five o’clock.
83 / 100
83. ‘যাযাবর’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
84 / 100
84. He is in __ wrong.
85 / 100
85. 0.02 × 0.05 =কত?
86 / 100
86. মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?
87 / 100
87. কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে?
88 / 100
88. কোনটি ক্ষারধর্মী তরল যোজক টিস্যু?
89 / 100
89. মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কী?
90 / 100
90. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
91 / 100
91. নিচের কোনটি লবণ?
92 / 100
92. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
93 / 100
93. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে?
94 / 100
94. She is fond of ----- to music.
95 / 100
95. ‘Kith and kin’ অর্থ কি?
96 / 100
96. নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম?
97 / 100
97. a + 1/a = 3 হলে, a4 + 1/a^4 = কত?
98 / 100
98. The man was blind ----- his left eye.
99 / 100
99. ‘রহমত রাতে রুটি খায় আর রহিম খায় ভাত’ এটি কোন ধরনের বাক্য?
100 / 100
100. চোখ ভালো রাখার জন্য কীসের প্রয়োজন?
Your score is
The average score is 59%
Design & Developed BY Engineer BD