নার্সিং ভর্তি প্রস্তুতি; সাম্প্রতিক সাধারন জ্ঞান

নার্সিং ভর্তি প্রস্তুতি; সাম্প্রতিক সাধারন জ্ঞান

নার্সিং ভর্তি প্রস্তুতি (বিএসসি+ডিপ্লোমা) সাম্প্রতিক সাধারন জ্ঞান প্রশ্নোত্তর।

 ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয়- ৫ ডিসেম্বর ২০১৯।
 বর্তমানে বাংলাদেশে দারিদ্রের হার ২০.৫%।
 বর্তমানে বাংলাদেশে চরম দারিদ্রের হার ১০.৫%।
 ২৯ নভেম্বর ২০১৯ জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহন করেন-রাবাব ফাতিমা (প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান)।

 ১৯ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ১৩ ভাষায় অনূদিত হয়েছে (সর্বশেষ ইতালি ভাষায়)।
 ইতালি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন আন্না কোক্কিয়ারেল্লা।
 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে ড্রিমলাইনার মাট ৬ টি (সর্বশেষ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’)।
 বর্তমানে বগুড়া জেলায় ইউনিয়নের সংখ্যা ১০৯ টি।
 ১৬ ডিসেম্বর ২০১৯ সর্বস্তরে জয় বাংলাকে জাতীয়  স্লোগান হিসেবে ব্যবহারের নির্দেশ দেন হাইকোর্ট।

 ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মৃত্যুবরণ করেন ২০ ডিসেম্বর ২০১৯।
 যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন Forbes এর ১৬ তম প্রতিবেদনে বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (অবস্থান ২৯ তম)।

 

 মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে।
 বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ক্ষণগণনার জন্য সারাদেশে ৮২ টি স্পটে ক্ষণগণনা ঘড়ি বসানো হয়েছে।
 দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম ই-পাসপোর্ট চালু করেন (উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।
 বাংলাদেশের সবচেয়ে বড়ো অর্থনৈতিক অঞ্চলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর চট্টগ্রাম।
 বাংলাদেশে বর্তমানে ২.৪ গিগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
 ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান C-130J বিমানে করে বাংলাদেশে আসেন।
 বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উদযাপিত হবে ২৬ মার্চ ২০২১ সালে।

 দেশে বর্তমানে হাইটেক ও সফটওয়্যার পার্ক নির্মিত হয়েছে ৩টি।
 পাবনার রূপপুরে নির্মিত বাংলাদেশের প্রথম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা ২৪০০ মেগাওয়াট।
 শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মায়েদের ফোনে পাঠানোর সরকারের গৃহীত প্রকল্পের নাম- মায়ের হাসি।
 বার্তমানে ২০ টি সর্বাধিক বেকারত্বের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২ তম।
 গুলিয়াখালি সমুদ্র সৈকতের অবস্থান- সীতাকুন্ডু।
 বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
 শিক্ষাক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ লাভ করে- ভারতেশ্বরী হোমস্।
 গবেষণায় ‘একুশে পদক ২০২০’ লাভ করে- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

 দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে: ঢাকা-মাওয়া মহাসড়ক।
 বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর অবস্থান খুলনা।
 ‘শেখ রাসেল পানি শোধনাগার’ এর অবস্থান চট্টগ্রাম।
 বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচির অনন্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
 প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেয় গেøাবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)।

 প্রাচীন গ্রীক শব্দ করোন (কড়ৎড়হব) থেকে সপ্তদশ শতকের দিকে ল্যাটিন ভাষায় যুক্ত হয় করোনা (Korone) শব্দটি।
 করোনা ভাইরাস এর সন্ধান মেলে ১৯৩০ এর দশকে।
 মানবদেহে প্রথমবারের মতো করেনাভাইরাস সংক্রমন হয় ১৯৬০ সালে।
 করোনাভাইরাস গোত্রের সপ্তম প্রজাতির আনুষ্ঠানিক নাম SARS-COV-2।
 SARS-COV-2 এর কারনে সৃষ্ট রোগের নাম কোভিড-১৯।
 কোভিড-১৯ এর সপ্তম প্রজাতির পরো নাম Severe acute respiratory syndrome corononavirus 2 (SARS-COV-2)
 COVID-19 এর প্রাথমিক নাম ছিল
2019 Novel Coronavirus (2019-nCoV)
 বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ ফেবব্রুয়ারি ২০২০ COVID-19 নামকরন করেন।

নার্সিং ভর্তি প্রস্তুতি
 COVID-19 একটি এনভেলপড, পজিটিভ সেন্স, সিঙ্গেল স্ট্রান্ড আএনএ ভাইরাস।
 COVID-19 চীনের উহান প্রদেশে শনাক্ত হয় ৩১ ডিসেম্বর ২০১৯।
 বিশ্ব স্বাস্থ্য সংস্থা COVID-19 কেবিশ্ব মহামারী ঘোষনা করে ১১ মার্চ ২০২০।
 COVID-19বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ৮ মার্চ ২০২০।
 COVID-19 এ বাংলাদেশে প্রথম মারা যায় ১৮ মার্চ ২০২০।
 এই পর্যন্ত করোনা ভাইরাস গোত্রের ৭টি প্রজাতির নাম পাওয়া গেছে ।
 করোনা ভাইরাস গোত্রের ৭টি প্রজাতির নাম-HCoV-229E, HCoV-NL63, HCoV-OC43, HCoV-HKU1, MERS-CoV, SARS CoV Ges SARS-COV-2।

 MERS এর পূর্ণরূপ Middle East Respiratory Syndrome
 বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষনা করে ৩০ জানুয়ারি ২০২০।
 বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত তিনটি রোগকে বৈশ্বিক মহামারী হিসেবে চিহ্নিত করেছে।
 ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গকরা হয় বঙ্গবন্ধুকে।
 মুজিববর্ষের লোগো ডিজাইনার সব্যসাচী হাজরা।
 মুজিববর্ষের থিম সং-‘তুমি বাংলার ধ্রæবতারা, তুমি বাংলার বাতিঘর’।
 মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ২০০ টাকার নোট বাজারে ছাড়ে ১৮ মার্চ ২০২০।
 বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রথম ইভেন্ট ছিল- বঙ্গবন্ধু বিপিএল (১১ ডিসেম্বর ২০১৯ -১৭ জানুয়ারি ২০২০)।

 নেপালি ভাষায় বঙ্গবন্ধুর আত্মজীবনী ‘কারাগারের রোজনামচা’ অনুবাদ ও প্রকাশ করেছেন নেপালের বাংলাদেশ দূতাবাস।
 বঙ্গবন্ধুর রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীন।
 বাংলাদেশে প্রথমবারের মত করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছে শিশু স্বাস্থ্য গবেষনা ফাউন্ডেশন।
 জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা যান ১৪ মে ২০২০ইং।
 প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ মারা যান ৯ এপ্রিল ২০২০।
 এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে প্রথম প্রথম করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর রেমডিসিভির উৎপাদন করে।
 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

 

 ২৯ মার্চ ২০২০ থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশন এ ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ক্লাস দেখানো শুরু হয়।
 সংসদ বাংলাদেশ টেলিভিশন এ বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচী ‘ঘরে বসে শিখি’ চালু হয় ৭ এপ্রিল ২০২০।
 করোনা ভাইরাস কে চাইনিজ ভাইরাস সম্বোধন করে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
 বাংলাদেশের উপকূলীয় জেলাসমূহে ঘূর্নিঝড় আমফান আঘাত হনে ২১ মে ২০২০।
 আমফান নামটি দেয় থাইল্যান্ড।
 আমফান শব্দের অর্থ আকাশ।

 ২৩ মে ২০২০ দেশে কৃষি মার্কেটপ্লেস ‘ফুড ফর নেশন’ এর যাত্রা শুরু করে।
 বিশ্ব স্বাস্থ্য দিবস ২০০ এর প্রতিপাদ্য ছিল-সেবিকা ও ধাত্রীদের সহায়তা করুন।
 বিশ্বে প্রথম দেশ হিসেবে ব্রিটেন করোনাভাইরাস থেকে সেরে ওঠা নাগরিকদের হেলথ পাসপোর্ট দিতে যাচ্ছে।
 ইউরোপের প্রতম করোনামুক্ত দেশ স্লোভেনিয়া।
 করোনা ভাইরাসের উৎস স্থল উহান থেকে লকডাউন উঠিয়ে নেয়া হয় ৮ এপ্রিল ২০২০।
 কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জার করেছে চীনের শেনঝেন শহর।
 অলিম্পিকের স্থগিত আসরটি শুরু হবে ২৩ জুলাই ২০২১।
 পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের কার্যক্রম শুরুকরে ১৩ মে ২০২০।
 করোনা ভাইরাস বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ সদর দপ্তর স্থাপন করেছে জাপান সরকার।

 

 করোনা ভাইরাসের প্রথম প্রতিষেধক আবিষ্কার করে রাশিয়া।
 রাশিয়ার করোনা ভাইরাসের প্রতিষেধকের নাম স্পুটনিক ভি (১৯৫৭ সালে মহাকাশে সোভিয়েত রাশিয়ার প্রথম কৃত্রিম উপগ্রহের নামানুসারে)।
 স্পুটনিক ভি তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে গামালিয়া ইনস্টিটিউট।
 স্পুটনিক ভি’র উৎপাদন শুরু সেপ্টেম্বর ২০২০।
 স্পুটনিক ভি’র গোত্র: অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন।
 স্পুটনিক ভি প্রথম প্রয়োগ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মেয়ের উপর।

বিএসসি নার্সিং ভর্তি গাইড

ডিপ্লোমা নার্সিং ভর্তি গাইড

নার্সিং ভর্তি কোচিং

%d bloggers like this: