নার্সিং ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম (বাংলা সাবজেক্ট ফাইনাল)

নার্সিং ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম (বাংলা সাবজেক্ট ফাইনাল)

267
Created on By Medicon
Medicon Nursing Admission Question Bank & Model Test

সাবজেক্ট ফাইনাল (বাংলা)

1 / 100

1. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?

2 / 100

2. ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির রচয়িতা কে?

3 / 100

3. নিচের কোনটি কালনাম শ্রেণির নাম-বিশেষ্য?

4 / 100

4. অবদান ও অবধান শব্দ দুটির মিল কোথায়?

5 / 100

5. ‘সাঝের মায়’ কাব্যগ্রন্থ কে রচনা করেন?

6 / 100

6. ‘কান পাতলা’ বাগধারাটির অর্থ

7 / 100

7. নিচের কোনটি অনুসর্গের উদাহরণ?

8 / 100

8. বেগম সুফিয়া কামালের জন্মস্থান -

9 / 100

9. একটি শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করতে পারে, অর্থের এরূপ পরিবর্তনকে কী বলে?

10 / 100

10. নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা কোন্, পত্রিকায় প্রকাশ পায়?

11 / 100

11. নিচের কোনটির ব্যাসবাক্যে ‘যে’ যোজক রয়েছে?

12 / 100

12. নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত?

13 / 100

13. নিচের কোনটি সমষ্টি-বিশেষ্য?

14 / 100

14. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?

15 / 100

15. ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ কার রচনা?

16 / 100

16. বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কী বলে?

17 / 100

17. ‘চতুরঙ্গ’ গ্রন্থটি কার রচিত?

18 / 100

18. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’-এর এক কথায় প্রকাশ-

19 / 100

19. কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ?

20 / 100

20. ‘ফুরসত’ এর প্রতিশব্দ নিচের কোনটি?

21 / 100

21. ‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে?

22 / 100

22. ‘মৌমাছি’ এর উচ্চারণ-

23 / 100

23. অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়?

24 / 100

24. ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?

25 / 100

25. ‘পটল তোলা’ এর সমার্থক বাগ্ধারা কোনটি?

26 / 100

26. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?

27 / 100

27. নিচের কোন বানানটি শুদ্ধ?

28 / 100

28. ‘সকল দেশের রানী সে যে-আমার জন্মভূমি’- চরণটি কোন কবির রচনা?

29 / 100

29. বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে?

30 / 100

30. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-

31 / 100

31. বিপরীত শব্দ একে অন্যের কী?

32 / 100

32. ‘তারা তোমাদের ভোলেনি’ এ বাক্যটি কোন ধরনের?

33 / 100

33. নিচের কোনটি পূরণবাচক সংখ্যাশব্দ নয়?

34 / 100

34. ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনের রচনা?

35 / 100

35. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?

36 / 100

36. ব্যক্তিবাচক সর্বনামকে কয় ভাগে ভাগ করা যায়?

37 / 100

37. ই-কারান্ত শব্দের শেষে কোন বিভক্তি হয়?

38 / 100

38. ‘হাতে দুর্বা গজানো’ বাগধারার অর্থ কী?

39 / 100

39. সাহিত্য সম্রাট কে?

40 / 100

40. ‘চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না’ বাক্যটিতে ‘চলন্ত’ কোন জাতীয় বিশেষণ?

41 / 100

41. ‘তিরস্কার’ এর বিপরীত শব্দ কোনটি?

42 / 100

42. ‘বৃক্ষ ও গ্রন্থ’ শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়?

43 / 100

43. ‘আদিত্য, সবিতা, রবি, দিবাকর’ ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ?

44 / 100

44. বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?

45 / 100

45. মুক্তিযুদ্ধনির্ভর রচনা কোনটি?

46 / 100

46. যোজক আলোচনা করা হয়-

47 / 100

47. বাগ্যন্ত্রের মধ্যে সবচেয়ে সক্রিয় অঙ্গ কোনটি?

48 / 100

48. ‘গীতাঞ্জলি’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?

49 / 100

49. কোনটি স্বরসন্ধির উদাহরণ-

50 / 100

50. ‘মহাশ্মশান’ মহাকাব্যটির রচয়িতা কে?

51 / 100

51. নদী তীরে বালি চিকচিক করছে।’ এ বাক্যে ‘চিকচিক’

52 / 100

52. বাংলা ভাষায় নারীবাচক করা যায় না-

53 / 100

53. ভাষার ক্ষুদ্রতম উপাদান-

54 / 100

54. অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কালনির্দেশের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা হয়?

55 / 100

55. কোনটি মৌলিক শব্দ?

56 / 100

56. পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে বলে-

57 / 100

57. নিচের কোন বানানটি শুদ্ধ?

58 / 100

58. কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?

59 / 100

59. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা-

60 / 100

60. ‘চালক’ শব্দের প্রত্যয়-

61 / 100

61. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- এ প্রার্থনাটি করেছে -

62 / 100

62. ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?

63 / 100

63. নিচের কোনটি অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ?

64 / 100

64. কোনটি সাধিত শব্দ?

65 / 100

65. ভ্রু-্এর বিশ্লিষ্ট রূপ

66 / 100

66. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- কে লিখেছেন?

67 / 100

67. ‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

68 / 100

68. ‘সে এখানে এসেই বসে পড়ল’ বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি?

69 / 100

69. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?

70 / 100

70. ‘কথাচ্ছলে’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?

71 / 100

71. ‘তাড়াতাড়ি কাজটি করো’ বাক্যটি কোন কালের?

72 / 100

72. ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’- এই পংক্তিটি কার রচনা?

73 / 100

73. নিচের কোনটি তুর্কি শব্দ?

74 / 100

74. রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ?

75 / 100

75. কোন শব্দে য-ফলা থাকলে ও ‘্য’ এর উচ্চারণ হয় না?

76 / 100

76. ‘বাহুতে ভর করে চলে যে’ –এর বাক্য সংকোচন-

77 / 100

77. মুসলমান নারী জাগরণের কবি-

78 / 100

78. নিচের কোনটি ‘ভীষণ বিপদ’ অর্থে ব্যবহৃত হয়?

79 / 100

79. ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?

80 / 100

80. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?

81 / 100

81. কোন বানানটি শুদ্ধ?

82 / 100

82. মৌলিক শব্দ কোনটি?

83 / 100

83. ‘ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।’ এই বাক্যে ‘ভেড়া দিয়ে’ কোন কারক?

84 / 100

84. কোনটি পদের নাম নয়?

85 / 100

85. ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?

86 / 100

86. ‘পাশ কাটানো’ বাগ্বিধির অর্থ-

87 / 100

87. কোনটি গুণবাচক বিশেষ্য-

88 / 100

88. বিখ্যাত ‘কবর’ কবিতার রচয়িতা কে?

89 / 100

89. অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি প্রকাশ করে কোন জাতীয় আবেগ শব্দ?

90 / 100

90. কোনটি অবস্থা বাচক বিশেষণ?

91 / 100

91. পদ ব্যাকরণের যে অংশে আলোচিত হয়-

92 / 100

92. ‘জন্মই আমার আজন্ম পাপ’- উক্তিটি কার?

93 / 100

93. ‘অপদার্থ’ অর্থ কোন বাগ্ধারার মধ্যে রয়েছে?

94 / 100

94. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি?

95 / 100

95. নিচের কোনটি সরল বাক্য?

96 / 100

96. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

97 / 100

97. সাধূ রীতির বৈশিষ্ট্য কোনটি?

98 / 100

98. ‘পাতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?

99 / 100

99. ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’- কোন কবির কবিতা থেকে নেয়া?

100 / 100

100. ‘আগুন’ শব্দটির সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে -

Your score is

The average score is 62%

0%

%d bloggers like this: