নার্সিং ভর্তি প্রস্তুতি র জন্য অতিগুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের সাম্প্রতিক প্রশ্নাবলী। এক নজরে ‘জাতীয় বাজেট ২০২০-২০২১’, ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২০ (আংশিক)’ ও ‘বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০
◊ ‘জাতীয় বাজেট ২০২০-২০২১’:
♦ বাজেট ঘোষণা– ১১ জুন ২০২০।
♦ বাজেট পাশ– ৩০ জুন ২০২০।
♦ বাজেট কার্যকর– ১ জুলাই ২০২০।
♦ বাজেট– ৪৯তম (একটি অন্তর্বর্তী কালীন বাজেটসহ ৫০তম )।
♦ ঘোষক– অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল (অর্থমন্ত্রী হিসেবে তার ২য় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ২০তম বাজেট)।
♦ বাজেটের স্লোগানঃ ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’।
♦ মোট বাজেট– ৫,৬৮,০০০ কোটি টাকা।
♦ ঘাটতি বাজেট– ১,৮৯,৯৯৭ কোটি টাকা।
♦ মোট আয়– ৩,৮২,০১৬ কোটি টাকা।
♦ উন্নয়ন বাজেট– ২,১১,৬৮৩ কোটি টাকা।
♦ জিডিপি প্রবৃদ্ধি– ৮.২%।
♦ মুদ্রাস্ফীতি– ৫.৪%।
♦ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ– ২,০৫,১৪৫ কোটি টাকা।
♦ সাধারণ করমুক্ত আয়সীমা– ৩ লাখ টাকা।
♦ নারী ও ৬৫ উর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা– ৩.৫০ লাখ টাকা।
♦ প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়সীমা– ৪ লাখ টাকা।
♦ মুক্তিযুদ্ধাদের করমুক্ত আয়সীমা– ৪.২৫ লাখ টাকা।
♦ করোনা প্রনোদনা প্যাকেজ– ১,০৩,১১৭ কোটি টাকা।
♦ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের কর অব্যাহতি সীমা– ৩৬ লাখ টাকা।
♦ সর্বমোট রাজস্ব প্রাপ্তি– ৩,৭৭,৮১০ কোটি টাকা।
♦ জনপ্রশাসন খাতে বরাদ্দ (সর্বোচ্চ)– ১,১৩,১৬০ কোটি টাকা (যা মোট বাজেটের ১৯.৯%)।
♦ শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ– ৮৫,৭৬২ কোটি টাকা (যা মোট বাজেটের ১৫.১%)।
♦ পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ– ৬৪,৫৮০ কোটি টাকা (যা মোট বাজেটের ১১.৪%)।
♦ স্বাস্থ্য খাতে বরাদ্দ– ২৯,২৪৭ কোটি টাকা (যা মোট বাজেটের ৫.১%)।
♦ বাজেটে সরকারের চলমান ৭ টি মেগা প্রকল্পে বরাদ্দের পরিমাণ–
♦ পদ্মা সেতু = ৫০০০ কোটি টাকা।
♦ পদ্মা সেতুর রেল সংযোগ = ৩৮৩৪ কোটি টাকা।
♦ মেট্রোরেল = ৪৩৭০ কোটি টাকা।
♦ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র = ১৫,৬৯১ কোটি টাকা।
♦ পায়রা গভীর সমুদ্র বন্দর = ৩৫০ কোটি টাকা।
♦ মহেশখালী মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র = ৩৩৭০ কোটি টাকা।
♦ দোহাজারি রামু-কক্সবাজার রেললাইন = ১৫০০ কোটি টাকা।
◊ ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২০’ (আংশিক):
♦ জনসংখ্যা– ১৬ কোটি ৬৫ লাখ।
♦ জনসংখ্যার ঘনত্ব– ১,১২৫ জন (প্রতি বকিমি)।
♦ জনসংখ্যা বৃদ্ধির হার– ১.৩৭%।
♦ গড় আয়ু– ৭২.৬ বছর (পুরুষ- ৭২.১ বছর এবং নারী- ৭৪.২ বছর)।
♦ সাক্ষরতার হার– ৭৪.৪%।
♦ মাথাপিছু জাতীয় আয়– ১৯৪০ মার্কিন ডলার।
♦ স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার– ৮.১৫%।
♦ সর্বোচ্চ রেমিটেন্স আসে– সৌদিআরব থেকে।
♦ সর্বোচ্চ রপ্তানি করা হয়– যুক্তরাষ্ট্রে।
♦ সর্বোচ্চ আমদানি করা হয়– চীন থেকে।
♦ বর্তমানে ওষুধ রপ্তানি করে– ১৪৬টি দেশে।
♦ মোট ব্যাংক– ৬৬টি।
♦ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক– ৬টি।
♦ বিশেষায়িত ব্যাংক– ৩টি।
♦ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক– ৪১টি।
♦ বৈদেশিক ব্যাংক– ৯টি।
◊ ‘বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০:
♦ বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা ৭৭৯.৫ কোটি।
♦ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬.৪৭ কোটি।
♦ জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম।
♦ জনসংখ্যায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩য়।
♦ বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর।
♦ বাংলাদেশে নারী প্রতি প্রজনন হার ২.৪ জন।
♦ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.১%।
♦ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক বাহরাইন (৪.৩%)।
♦ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিন্ম লিথুনিয়া (-১.৫%)।
♦ জনসংখ্যায় শীর্ষ দেশ চীন।
♦ বিশ্বে সর্বাধিক নারী প্রতি প্রজনন হার নাইজার (৬.৭ জন)।
♦ বিশ্বে শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ ৫টি (বেলারুশ, ইতালি, মন্টিনেগ্রো, উত্তর মেসিডোনিয়া ও স্পেন)।
Post Views: 4,524
বন্ধুদের সাথে শেয়ার করুন:
Like this:
Like Loading...
সম্পর্কিত পোস্ট..