নার্সিং ভর্তি গাইড , কোন গাইডটি ভালো?

নার্সিং ভর্তি গাইড , কোন গাইডটি ভালো?

নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন নার্সিং ভর্তি গাইড ভালো। শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ই আমাদের প্রশ্নটি করে থাকে।

নার্সিং একটি মহৎ পেশা। এটা শুধুমাত্র একটি পেশা নয়, বরং সেবা প্রদানের একটি দারুন মাধ্যম। যে পেশার মাধ্যমে একজন নার্স মানুষের খুব কাছাকাছি থেকে সেবা প্রদান করতে পারেন। তাছাড়া নার্সিং পেশায় ক্যারিয়ারও উজ্জ্বল।

আগে নার্সিং পেশা সম্পর্কে তরুণ তরুণীরা খুব একটা আগ্রহী ছিল না। তবে বর্তমানে নার্সিং পেশায় নিযুক্তর জন্য অনেকেই আগ্রহী।

অধিকাংশ শিক্ষার্থীরা নার্সিং এ ক্যারিয়ার গড়তে ইচ্ছুক। তাই স্বাভাবিকভাবে জানার আগ্রহ প্রকাশ করে থাকেন যে– নার্সিং এর জন্য কোন বই ভালো? নার্সিংয়ে পড়তে চাইলে এডমিশনের আগে কেমন প্রস্তুতির প্রয়োজন? কি কি বিষয়  মাথায় রেখে নার্সিং এ পড়লে ভালো কিছু করা সম্ভব হবে! মূলত আজকের এই প্রবন্ধে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার বই ও নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা তুলে ধরব। আশা করা যায়, নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির পূর্বে যদি আপনি আমাদের এই আর্টিকেল পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের বেশ উপকারে আসবে। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা পর্ব শুরু করি।

নার্সিং ভর্তি গাইড

নার্সিং ভর্তি পরীক্ষার বই নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ই কিছু প্রশ্ন করে থাকেন।  কিছু কমন প্রশ্নের উত্তর

নার্সিং ভর্তি পরীক্ষার বই কোনটা পড়বো?
উত্তর: বোর্ড বই বা মেইন বইয়ের বিকল্প নেই। গাইড বই কখনোই মূল বইয়ের বিকল্প নয়। তাই বেশি বেশি মূল বই পড়ুন।
বিএসসি ইন নার্সিং এর জন্য: এসএসসি’র বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সাধারন গনিত এবং এইচএসসির পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং সাধারন জ্ঞানের যেকোন একটি বই।
ডিপ্লোমা ইন নার্সিং/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর জন্য: এসএসসি’র বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সাধারন গনিত, সাধারন বিজ্ঞান এবং সাধারন জ্ঞানের যেকোন একটি বই।
সেই সাথে বিগত সালের প্রশ্নের ধরন দেখার জন্য ভাল মানের একটি ভর্তি গাইড ফলো করুন

কোন ভর্তি গাইডটি ভালো??
উত্তর: সত্যি কথা বলতে ভালোর কোন শেষ নেই। একেক জন একেকটাকে ভালো বলবে। তবে সেখান থেকে আপনাকেই ভালোটা খুজে বের করতে হবে। বই কেনার সময়ই যাচাই করে কিনুন প্রয়োজনে বেশি সময় নিয়ে দেখে বই কিনুন। সেই সাথে যাচাই করুন #মেডিকন এর  একটি নার্সিং ভর্তি গাইড।

 

♦ কেন আমরা সুপারিশ করছি মেডিকন নার্সিং ভর্তি গাইড???
উত্তর: কারন,
◊ পর পর ৩বার নার্সিং ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন কমন ছিল মেডিকন থেকে।
◊ বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস ও সাজেশন ভিত্তিক বাংলাদেশের প্রথম নার্সিং ভর্তি গাইড।
◊ বিএসসি ও ডিপ্লোমা সম্পূর্ণ আলাদা বই (০১। মেডিকন বিএসসি ইন নার্সিং ভর্তি গাইড এবং ০২। মেডিকন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি গাইড
◊ মেডিকন –এ রয়েছে বিগত সালের সকল অরজিনাল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান!
◊ ভর্তি পরীক্ষার অনুরূপ ০৫ টি করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট!
◊ বিষয়ভিত্তিক পর্যাপ্ত এবং পরীক্ষায় কমন উপযোগী নৈব্যত্তিক প্রশ্ন ও বিস্তারিত আলোচনা!
◊ সাধারন জ্ঞান সকল বিষয়ের আপডেট সব তথ্য সংযোজন!

মেডিকন বিএসসি নার্সিং ভর্তি গাইড
◊ প্রত্যেকটি বিষয়ভিত্তিক আলোচনার শেষে ১০০ নম্বরের সাবজেক্ট ফাইনাল প্রশ্ন।
◊ কোন রকম অপ্রাসঙ্গিক টপিকস দিয়ে পৃষ্ঠা ভর্তি করা হয়নি!
◊ গুরুত্বপূর্ণ গণিতের সমাধান।
◊ বইতে অনাকাঙ্খিত কোন ভুল বা কিছু বুঝতে না পারলে বইতে দেয়া আমাদের হেল্পলাইন নম্বরে কথা বলে সমাধান করে নেয়ার সুযোগ! যা একমাত্র মেডিকন-ই দিয়ে থাকে।

◊ জনপ্রিয় অনলাইন বুক শপ রকমারি.কম এর বেস্ট সেলার বুক।
◊ সর্বোপরি, মেডিকন নার্সিং ভর্তি কোচিং এর শতশত স্টুডেন্টরা মেডিকন বইটি ফলো করে, এখানে কোন রকম ভুল তথ্য থাকলে কোচিং এর শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হয়, তাই এটা বিশেষ সতর্কতার সাথে কাজ করতে হয়।

মেডিকন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি গাইড
তাই বাজারের সকল ভর্তি গাইডের থেকে তুলনামূলক কম ভুল! তাছাড়া বই কেনার সময় যাচাই করে কেনার অপশন তো আপনার হাতে রয়েছেই!!!
বইটি সংগ্রহ করতে আপনার নিকটস্থ জেলা সদরের লাইব্রেরিগুলোতে খোজ করুন অথবা অনলাইনে কিনতে ফোন করুন: 01710267857

এছাড়াও ভিজিট করুন: rokomari.com

%d bloggers like this: