নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছু কথা

নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছু কথা

নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছু কথা।

১. রেজাল্ট কবে দিবে?
উঃ এ সপ্তাহেই। ২২-২৫ তারিখের মাঝেই পাওয়া যাবে ইনশাআল্লাহ।

২. রেজাল্ট কিভাবে পাবো?
উঃ পরিক্ষার সময় যে নাম্বার দেয়া হয়েছে ঐ নাম্বারে মেসেজ আসবে।চান্স হলে মেরিট পজিশন+ প্রতিষ্ঠানের নাম থাকবে।
পাস কিংবা ফেইল করলেও ক্রমান্বয়ে মেসেজ আসবে।

নার্সিং ভর্তি রেজাল্ট ২০২০-২১ইং শীঘ্রই প্রকাশিত হবে

 

আমাদের ফেইসবুক পেইজেও জানিয়ে দেয়া হবে- পেইজ লিংক

৩. ওয়েটিং লিস্ট এর রেজাল্ট কিভাবে পাবো?উঃ রেজাল্ট এর সাথে ওয়েটিং লিস্টের রেজাল্ট দেওয়া হবে। এসএমএস এও লেখা থাকবে তুমি যদি ওয়েটিং এ থাকো।

৪. কত মার্কস পেলে চান্স পাওয়া যাবে?
উঃ এবার যেহেতু প্রশ্ন সহজ হয়েছে সেহেতু একটু বেশি নম্বর লাগবে।MCQ+GPA পয়েন্ট মিলিয়েঃ
★বিএসসিতে→
*ছেলেদের-১৩০+, *মেয়েদের-১২৫+
★ডিপ্লোমাতে→
*ছেলেদের-১২০+, *মেয়েদের ১১৫+
★মিডওয়াইফেরীতে-১১৫+ (শুধুমাত্র মেয়েদের জন্য)

৫. বেসরকারিতে পড়তে কেমন খরচ হয়?
উঃ একেক কলেজে একক খরচ। তবে সাধারণত বেসরকারিতে-
★বিএসসি করতে গেলে প্রায় ৪-৫ লক্ষ টাকা লাগবে।
★ডিপ্লোমা কিংবা মিডওয়াইফেরী করতে গেলে প্রায় ৩-৪ লক্ষ টাকা লাগবে (প্রতিষ্ঠান ভেদে কিছু কম বেশি হতে পারে)।

তবে ২টা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে- *বেসরকারিতে যেতে হলে অবশ্যই সর্বনিম্ন পাস মার্ক (৪০ নাম্বার) নিয়ে যেতে হবে।
*বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আগে অবশ্যই দেখে নিতে হবে সেটা বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফেরী কাউন্সিল (BNMC) নিবন্ধিত কিনা।কারিগরি বোর্ড নিবন্ধিত কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না।ভর্তি হলে নার্সিং রেজিস্ট্রেশন পাওয়া যাবে না।

কিছু খারাপ মানের কলেজ অথবা ইন্সটিটিউট এবং কোচিং সেন্টার থেকে টাকার বিনিময়ে নাম্বার সংগ্রহ করে পরিক্ষার্থীদের এসএমএস দেয়; আপনার অমুক (প্রাইভেট) কলেজ অথবা ইন্সটিটিউট এ চান্স হয়েছে। এভাবে বিগত বছর গুলোতেও প্রতারিত করা হয়েছে অনেক পরিক্ষার্থীদের। সুতরাং সবাই সাবধান থাকবে।

ছেলে সিট কম থাকে।ফলে রেজাল্ট এর পরপরই ভর্তি শুরু হয়ে যায়।তাই সবার তথা ছেলেদেরকে খুব সচেতন হয়ে কোন না কোন এক প্রতিষ্ঠানে ভর্তির জন্য দৌড়-ঝাপ করতে হবে।ছেলেদের বলবো,এখনই কলেজ খোঁজা শুরু কর।নয় সিট পাবে না।আর সিট না পেলে এ বছর গ্যাপ যাবে!

%d bloggers like this: