২০২০-২১ইং শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষা আগামী ০১ অক্টোবর ২০২১ শুক্রবার (বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সের ভর্তি পরীক্ষা) অনুষ্ঠিত হবে। অভিন্ন ভর্তি পরীক্ষার মাধ্যমে একই যোগে সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নার্সিং ভর্তি পরীক্ষা র্থীরা নিজ নিজ USER ID ও PASSword ব্যবহার করে প্রবেশপত্র (এডমিড কার্ড) সংগ্রহ করতে পারবেন ২৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার সকাল ১০ টা থেকে।
![]()
নার্সিং ভর্তি পরীক্ষা র প্রবেশপত্র (এডমিড কার্ড) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এবছর মোট ১৯ টি কেন্দ্রের টি ভেনু্তে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল ৩.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠীত হবে ও এর পূর্ণমাণ ১০০। পরীক্ষার ৭২ ঘন্টা পরে অনলাইনের মাধ্যমে ফলাফল জানা যাবে। ফলাফল জানতে আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকুন।
বাংলাদেশে মোট সরকারি বিএসসি ইন নার্সিং কলেজের সংখ্যা ১৩ টি ও আসন সংখ্যা ১২০০ জন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স প্রতিষ্ঠানের সংখ্যা ৪৬ টি ও এতে আসন সংখ্যা ২৭৩০ জন। ডিপ্লোমা ইন মিডওয়াইফারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪১ টি ও আসন সংখ্যা ১০৫০ জন।
পরীক্ষার কেন্দ্র ও ভেন্যুসমূহ:
| ক্র.নং | কেন্দ্র | ভেন্যু |
| ০১. | ঢাকা | |
| ০২. | চট্টগ্রাম | |
| ০৩. | রাজশাহী | |
| ০৪. | খুলনা | |
| ০৫. | সিলেট | |
| ০৬. | বরিশাল | |
| ০৭. | রংপুর | |
| ০৮. | ময়মনসিংহ | |
| ০৯. | গাজীপুর | |
| ১০. | টাঙ্গাইল | |
| ১১. | ফরিদপুর | |
| ১২. | কুমিল্লা | |
| ১৩. | নোয়াখালী | |
| ১৪. | যশোর | |
| ১৫. | বগুড়া | |
| ১৬. | দিনাজপুর | |
| ১৭. | পটুয়াখালী | |
| ১৮. | হবিগঞ্জ | |
| ১৯. | রাঙামাটি |