নার্সিং ভর্তি প্রস্তুতি; সাধারন জ্ঞান সাম্প্রতিক প্রশ্নাবলী

নার্সিং ভর্তি প্রস্তুতি; সাধারন জ্ঞান সাম্প্রতিক প্রশ্নাবলী

নার্সিং ভর্তি প্রস্তুতি র জন্য অতিগুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের সাম্প্রতিক প্রশ্নাবলী। এক নজরে ‘জাতীয় বাজেট ২০২০-২০২১’, ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২০ (আংশিক)’ ও ‘বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০

◊ ‘জাতীয় বাজেট ২০২০-২০২১’:

বাজেট ঘোষণা– ১১ জুন ২০২০।
 বাজেট পাশ– ৩০ জুন ২০২০।
 বাজেট কার্যকর– ১ জুলাই ২০২০।
 বাজেট– ৪৯তম (একটি অন্তর্বর্তী কালীন বাজেটসহ ৫০তম )।
 ঘোষক– অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল (অর্থমন্ত্রী হিসেবে তার ২য় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ২০তম বাজেট)।
 বাজেটের স্লোগানঃ ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’।
 মোট বাজেট– ৫,৬৮,০০০ কোটি টাকা।
 ঘাটতি বাজেট– ১,৮৯,৯৯৭ কোটি টাকা।
 মোট আয়– ৩,৮২,০১৬ কোটি টাকা।
 উন্নয়ন বাজেট– ২,১১,৬৮৩ কোটি টাকা।
 জিডিপি প্রবৃদ্ধি– ৮.২%।
 মুদ্রাস্ফীতি– ৫.৪%।
 বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ– ২,০৫,১৪৫ কোটি টাকা।
 সাধারণ করমুক্ত আয়সীমা– ৩ লাখ টাকা।
 নারী ও ৬৫ উর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা– ৩.৫০ লাখ টাকা।
 প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়সীমা– ৪ লাখ টাকা।
 মুক্তিযুদ্ধাদের করমুক্ত আয়সীমা– ৪.২৫ লাখ টাকা।
 করোনা প্রনোদনা প্যাকেজ– ১,০৩,১১৭ কোটি টাকা।
 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের কর অব্যাহতি সীমা– ৩৬ লাখ টাকা।
 সর্বমোট রাজস্ব প্রাপ্তি– ৩,৭৭,৮১০ কোটি টাকা।
 জনপ্রশাসন খাতে বরাদ্দ (সর্বোচ্চ)– ১,১৩,১৬০ কোটি টাকা (যা মোট বাজেটের ১৯.৯%)।
 শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ– ৮৫,৭৬২ কোটি টাকা (যা মোট বাজেটের ১৫.১%)।
 পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ– ৬৪,৫৮০ কোটি টাকা (যা মোট বাজেটের ১১.৪%)।
 স্বাস্থ্য খাতে বরাদ্দ– ২৯,২৪৭ কোটি টাকা (যা মোট বাজেটের ৫.১%)।
 বাজেটে সরকারের চলমান ৭ টি মেগা প্রকল্পে বরাদ্দের পরিমাণ–
 পদ্মা সেতু = ৫০০০ কোটি টাকা।
 পদ্মা সেতুর রেল সংযোগ = ৩৮৩৪ কোটি টাকা।
 মেট্রোরেল = ৪৩৭০ কোটি টাকা।
 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র = ১৫,৬৯১ কোটি টাকা।
পায়রা গভীর সমুদ্র বন্দর = ৩৫০ কোটি টাকা।
 মহেশখালী মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র = ৩৩৭০ কোটি টাকা।
 দোহাজারি রামু-কক্সবাজার রেললাইন = ১৫০০ কোটি টাকা।
নার্সিং ভর্তি গাইড
◊ ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২০’ (আংশিক):
 জনসংখ্যা– ১৬ কোটি ৬৫ লাখ।
 জনসংখ্যার ঘনত্ব– ১,১২৫ জন (প্রতি বকিমি)।
 জনসংখ্যা বৃদ্ধির হার– ১.৩৭%।
 গড় আয়ু– ৭২.৬ বছর (পুরুষ- ৭২.১ বছর এবং নারী- ৭৪.২ বছর)।
 সাক্ষরতার হার– ৭৪.৪%।
 মাথাপিছু জাতীয় আয়– ১৯৪০ মার্কিন ডলার।
 স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার– ৮.১৫%।
 সর্বোচ্চ রেমিটেন্স আসে– সৌদিআরব থেকে।
 সর্বোচ্চ রপ্তানি করা হয়– যুক্তরাষ্ট্রে।
 সর্বোচ্চ আমদানি করা হয়– চীন থেকে।
 বর্তমানে ওষুধ রপ্তানি করে– ১৪৬টি দেশে।
 মোট ব্যাংক– ৬৬টি।
 রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক– ৬টি।
 বিশেষায়িত ব্যাংক– ৩টি।
 বেসরকারি বাণিজ্যিক ব্যাংক– ৪১টি।
 বৈদেশিক ব্যাংক– ৯টি।
◊ ‘বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০:
♦  বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা ৭৭৯.৫ কোটি।
♦   বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬.৪৭ কোটি।
♦   জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম।
♦   জনসংখ্যায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩য়।
♦   বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর।
♦   বাংলাদেশে নারী প্রতি প্রজনন হার ২.৪ জন।
♦   বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.১%।
♦   জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক বাহরাইন (৪.৩%)।
♦   জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিন্ম লিথুনিয়া (-১.৫%)।
♦   জনসংখ্যায় শীর্ষ দেশ চীন।
♦   বিশ্বে সর্বাধিক নারী প্রতি প্রজনন হার নাইজার (৬.৭ জন)।
♦   বিশ্বে শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ ৫টি (বেলারুশ, ইতালি, মন্টিনেগ্রো, উত্তর মেসিডোনিয়া ও স্পেন)।
জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে
%d bloggers like this: