নার্সিং ক্যারিয়ার: কোথায় পড়বেন, কী করবেন?

নার্সিং ক্যারিয়ার: কোথায় পড়বেন, কী করবেন?

নার্সিং এমনই সেবামূলক এক পেশা, যেখানে নিজেকে জড়ালে যেমনি সেবার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যায়, তেমনি ভবিষ্যতও উজ্জ্বল হয়।

এই পেশায় একদিকে যেমন মানুষের সেবা করা যায়, তেমনি ভবিষ্যৎ ও উজ্জ্বল। এখনো নার্সিং পেশা নিয়ে অনেক ভুল ধারনা মানুষের মনে বিদ্যমান। অনেকের ধারনা নার্সিং পেশায় নার্সদের কাজ শুধু ইনজেকশন দেওয়া আর ডাক্তারের অর্ডার পালন করা। এই ধারনাটা অনেকটা আসে ভুয়া নার্সদের কারনে। অনেক প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে রেজিস্ট্রার্ড নার্স নেই। দক্ষতা নেই বা শিক্ষাও নেই।

একজন নার্স হতে যে কতটা পড়াশোনা করতে হয় তাও আবার ইংলিশ ভার্সনে সেটা জানে না অনেকেই। আর নার্স শুধু ডাক্তারের অর্ডার ফলো করে না। নার্সিং একটি স্বাধীন পেশা। যেহেতু হাসপাতালে রোগীকে সুস্থ করতে টিম ওয়ার্ক করতে হয় তাই সবাই নিজ নিজ অবস্থান থেকেই দায়িত্ব পালন করে। আসুন নিজেদের জ্ঞানের পরিধি বাড়াই। নিজে জানি, অন্যকে জানাই……

দেশে এখন প্রায় সব জেলা-উপজেলা শহরগুলোতেই সরকারি-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক গড়ে উঠেছে এবং আরও হচ্ছে। এসব প্রতিষ্ঠানে প্রতিবছরই নার্সের প্রয়োজন হয়। সরকারি প্রতিষ্ঠানে নার্স নিয়োগ করে বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তর।
বর্তমানে দেশে তো বটেই, বিদেশেও নার্সিং পেশার দক্ষ ও অভিজ্ঞ লোকের চাহিদা রয়েছে ব্যাপক। বিশেষ করে মালয়েশিয়া, কাতার, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে। তাই এ পেশায় বর্তমানে যেমন রয়েছে সম্মান, তেমনি রয়েছে সম্ভাবনা। এখানেও অন্যান্য চাকরির মতো ভালো বেতন ও অন্যান্য সুবিধার পাশাপাশি পদোন্নতির ব্যবস্থা আছে।
তাই এ পেশায় যাঁরা ক্যারিয়ার গড়তে চান, তাঁরা এখন থেকে এর প্রস্তুতি শুরু করে দিতে পারেন।

Medicon Nursing Admission Guide

এ পেশা শুরুর আগে আপনাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি)—এসব কোর্স করতে হবে। বাংলাদেশ নার্সিং কাউন্সিলের তথ্যমতে, দেশে বর্তমানে সরকারি ডিপ্লোমা ইন নার্সিং কলেজ আছে ৪৩টি। আর বেসরকারি কলেজ আছে প্রায় ৭০টি। এ ছাড়া সরকারি বিএসসি ইন নার্সিং কলেজ আছে ১১টি, বেসরকারি আছে ২১টি। এসব প্রতিষ্ঠান বছরের একই সময় (সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নার্সিং পেশায় আসতে চাইলে আবেদনকারীকে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত যেকোনো নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি বা বিএসসি ইন নার্সিং কোর্স পাস করতে হবে। তাই এসব কোর্স করে নিতে পারেন।

%d bloggers like this: