বাংলা ব্যাকরণ MCQ বাংলা ২য় পত্র (পরিচ্ছেদ ২)

বাংলা ব্যাকরণ MCQ বাংলা ২য় পত্র (পরিচ্ছেদ ২)

বাংলা ব্যাকরণ MCQ

এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি

১. ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-
ক. বাক্যতত্ত্ব
● ব্যাকরণ
গ. অর্থতত্ত্ব
ঘ. রূপতত্ত্ব

২. বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?

● ১৭৪৩
খ. ১৯৪৮
গ. ১৯৯৯
ঘ. ২০০০

৩. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
ক. উইলিয়াম কেরি
খ. রামমোহন রায়
গ. হরপ্রসাদ শামী
● নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

৪. ‘গৌড়ীয় ব্যাকরণ’-এর রচয়িতা কে?
ক. উইলিয়াম কেরি
● রামমোহন রায়
গ. হরপ্রসাদ শামী
ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

৫. ভাষার ক্ষুদ্রতম উপাদান-
ক. অক্ষর
খ. শব্দ
গ. বাক্য
● ধ্বনি

 

 

৬. ‘বাগযন্ত্র’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
● ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব

৭. শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে—
ক. ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্ব
● অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব

৮. নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়?
● উপসর্গ
খ. অক্ষর
গ. প্রতিশব্দ
ঘ. কারক

৯. বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
● বাক্যতত্ত্ব

১০. যোজক আলোচনা করা হয়—

ক. ধ্বনিতত্ত্ব
● রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্বে

 

১১. ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে—
● ব্যাকরণ
খ. ধ্বনিবিজ্ঞান
গ. ভাষাবিজ্ঞান
ঘ. বাগার্থবিজ্ঞান

১২. ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কে রচনা করেন?
ক. উইলিয়াম কেরি
খ. রামমোহন রায়
গ. হরপ্রসাদ শামী
● নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

১৩. ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
● ১৭৭৮
খ. ১৮৩৩
গ. ১৮৬৬
ঘ. ১৭৮৮

১৪. উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন?

● ১৮০১
খ. ১৮৩৩
গ. ১৮৬৬
ঘ. ১৭৮৮

১৫. প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়?
● পর্তুগিজ
খ. তামিল
গ. ইংরেজি
ঘ. বাংলা

 

 

১৬. উইলিয়াম কেরি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন?
ক. পর্তুগিজ
খ. তামিল
● ইংরেজি
ঘ. বাংলা

১৭. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?
ক. এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
● গৌড়ীয় ব্যাকরণ
গ. বাংলা ভাষার ব্যাকরণ
ঘ. বাঙ্গালা ব্যাকরণ

১৮. ব্যাকরণের আলোচ্য বিষয়-
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
● সবগুলোই সঠিক

১৯. কিসের সমষ্টি ভাষা?
ক. ধ্বনির
● বাক্যের
গ. বর্ণের
ঘ. পদের

২০. স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
● ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব

 

 

২১. নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়?
ক. শব্দনির্মাণ
খ. কারক
গ. বাচ্য
● ধ্বনিদল

২২. ‘আবেগ শব্দ’ আলোচিত হয়

ক. ধ্বনিতত্ত্ব
● রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্বে

২৩. শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় –
ক. ধ্বনিতত্ত্ব
● রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্বে

২৪. ‘শব্দজোড়’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব
● রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্বে

২৫. ব্যাকরণের কোন তত্ত্বে ‘যতিচিহ্ন’ আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্ব
● বাক্যতত্ত্বে

 

 

২৬. বাগর্থতত্ত্বের অপর নাম
ক. ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্বে
● অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্বে

২৭. বাক্যের উপাদান লোপ আলোচিত হয়-
ক. ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্ব
● বাক্যতত্ত্বে

২৮. শব্দ, বর্গ, শব্দজোড়, বাক্যের ব্যঞ্জনা আলোচিত হয়—
ক. ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্বে
● অর্থতত্ত্বে
ঘ. বাক্যতত্ত্বে

২৯. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক. তিনটি
● চারটি
গ. পাচটি
ঘ. ছয়টি

৩০. পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. উইলিয়াম কেরী
খ. ড. মুহম্মাদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
● মনুয়েল দ্য আসসুম্প সাঁও

 

 

৩১. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
● গৌড়ীয় ব্যাকরণ
খ. মাতৃভাষার ব্যাকরণ
গ. মাগধীয় ব্যাকরণ
ঘ. ভাষা ও ব্যাকরণ

৩২. কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন?
ক. উইলিয়াম কেরী
খ. ড. মুহম্মাদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
● রাজা রামমোহন রায়

৩৩. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

ক. উইলিয়াম কেরী
খ. ড. মুহম্মাদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
● ড. মি. এন.বি. হ্যালহেড

৩৪. প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়—
বা, প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে—
বা, প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
ক. তিনটি
● চারটি
গ. পাচটি
ঘ. ছয়টি

৩৫. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
● প্রাতিপদিক
খ. বিদেশি শব্দ
গ. সাধিত শব্দ
ঘ. দেশি শব্দ

 

 

৩৬. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
বা, ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
ক. বিশেষভাবে জ্ঞাপন
● বিশেষভাবে বিশ্লেষণ
গ. বিশেষভাবে বিয়োজন
ঘ. বিশেষভাবে সংযোজন

৩৭. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. ধ্বনিমূল
খ. শব্দমূল
গ. রূপমূল
● রূপ

৩৮. বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
● ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্বে
ঘ. বাক্যতত্ত্ব

৩৯. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
● শব্দতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব

৪০. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব
● রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্বে
ঘ. বাক্যতত্ত্ব

 

 

৪১. রূপতত্ত্বের অপর নাম কী?
● শব্দতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব

৪২. রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো—
ক. ধ্বনি, ণত্ব বিধান, পদ
● শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল
গ. পদক্রম, পদ পরিবর্তন
ঘ. ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান

৪৩. বাক্যের ক্ষুদ্রতম একক কী?
বা, বাক্যের মৌলিক উপাদান কোনটি?
● শব্দ
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. সমাস

৪৪. বচন, ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব
● রূপতত্ত্বের
গ. অর্থতত্ত্বের
ঘ. বাক্যতত্ত্ব

৪৫. রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি?
ক. শব্দ
খ. ধ্বনি
● বর্ণ
ঘ. সমাস

 

 

৪৬. বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব
● রূপতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব

৪৭. ‘প্রত্যয়’ ও ‘সমাস’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব
● শব্দতত্ত্বে
গ. অর্থতত্ত্বে
ঘ. বাক্যতত্ত্ব

৪৮. ‘পদের রূপ পরিবর্তন’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব
● শব্দতত্ত্বে
গ. অর্থতত্ত্বে
ঘ. বাক্যতত্ত্ব

৪৯. বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক. ভাষা
● পদক্রম
গ. প্রাতিপদিক
ঘ. সাধিত শব্দ

৫০. আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে?
ক. তিনটি
● চারটি
গ. পাচটি
ঘ. ছয়টি

 

%d bloggers like this: