বাগযন্ত্র (MCQ) বাংলা ২য় পত্র (পরিচ্ছেদ ৪) |

বাগযন্ত্র (MCQ) বাংলা ২য় পত্র (পরিচ্ছেদ ৪)

বাগযন্ত্র MCQ বাংলা ২য় পত্র

এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি

১. কোনটি বাগযন্ত্র?
ক. পাকস্থলী
খ. পিত্তকোষ
● ফুসফুস
ঘ. যকৃৎ

২. ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়?
ক. নাসারস্ত্র
খ. মুখবিবর
গ. তালু
● ক ও খ

৩. স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে-
ক. বলয় উপাস্থি
● মুখবিবর
গ. নাসিকা
ঘ. নাসারন্ধ্র

৪. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি?
ক. দত্তমূল
● জিভ
গ. তালু
ঘ. দাঁত

৫. মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান?
ক. সামনে
খ. পিছনে
গ. নিচে
● উপরে

৬. কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয়—
● নাক দিয়ে
খ. মুখ দিয়ে
গ. কান দিয়ে
ঘ. স্বরযন্ত্র দিয়ে

৭. ধ্বনি উৎপন্ন হওয়ার প্রত্যঙ্গসমূহকে একত্রে কী বলে?
● বাগযন্ত্র
খ. স্বরযন্ত্র
গ. মুখগহ্বর
ঘ. নাসার

৮. নিচের কোনটি বাগযন্ত্রের অন্তর্ভূক্ত নয়?
ক. শ্বাসনালি
খ. আলজিভ
● যকৃৎ
ঘ. ওষ্ঠ

৯. নিচের কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত?
ক. দন্তমূল
খ. স্বরযন্ত্র
গ. জিভ
● সবগুলো

১০. ধ্বনি উৎপন্ন হয় কীভাবে?
ক. শ্বাস গ্রহণের মাধ্যমে
● শ্বাস ত্যাগের মাধ্যমে
গ. শ্বাস গ্রহণ ও ত্যাগ উভয়ের মাধ্যমে
ঘ. হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনের মাধ্যমে

১১. মেরুদণ্ডের ৪, ৫ ও ৬ নং অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে কী বলে?
ক. বৃহদন্ত
● স্বরযন্ত্র
গ. ক্ষুদ্রান্ত
ঘ. নাসারন্ধ্র

১২. নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ?
ক. তালু
● অধিজিহ্বা
গ. জিভ
ঘ. দাঁত

১৩. বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রধান-
● জিভ
খ. দন্তমূল
গ. স্বরযন্ত্র
ঘ. দাঁত

১৪. নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে?
ক. দন্ত
● আলজিভ
গ. তালু
ঘ. জিভ

১৫. মুখবিবরের ছাদকে বলা হয়
ক. দন্ত
ক. আলজিভ
● তালু
ঘ. জিভ

১৬. ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে ভাগ করা যায়—
● ২ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৭ ভাগে

১৭. ধ্বনি সৃষ্টি হয় কীসের সাহায্যে?
ক. সাউন্ড বক্সের সাহায্যে
খ. ঠোঁটের সাহায্যে
গ. মুখবিবরের সাহায্যে
● বাগযন্ত্রের দ্বারা

১৮. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
ক. কণ্ঠ
খ. শ্বাসনালি
● ফুসফুস
ঘ. জিভ

১৯. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক. মুখবিবর ও জিহ্বা
● কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
গ. দত্ত ও ওষ্ঠ
ঘ. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ

২০. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো-
ক. ফুসফুস ও ওষ্ঠ
খ. দাঁতের পাটি ও আলজিভ
গ. নরম তালু ও জিহ্বা
● জিহ্বা ও ওষ্ঠ

২১. স্বরযন্ত্রের অবস্থান কোথায়?
● শ্বাসনালির উপরের অংশে
খ. শ্বাসনালির মধ্যাংশে
গ. শ্বাসনালির নিচের অংশে
ঘ. শ্বাসনালিতে

২২. ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে বাগযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
● ওষ্ঠ
খ. দন্তমূল
গ. স্বরযন্ত্র
ঘ. দাঁত

 

%d bloggers like this: