বিএসএমএমইউ নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১

বিএসএমএমইউ নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১

বিএসএমএমইউ নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ( শিক্ষার্থদের নিকট থেকে সংগৃহীত আংশিক প্রশ্ন)।

 

০১। আধুনিক চলিত রীতির জনক কে?
উত্তর: প্রমথ চৌধুরী।
০২। “পথিক তুমি পথ হাড়াইয়াছো”- কে কাকে বলেছিল?
উত্তর: কপালকুন্ডলা, নবকুমারকে।
০৩। আ মরি বাংলা ভাষা। চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে?
উত্তর: আনন্দ।
০৪। অপরিচিতা গল্পের লেখক কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
০৫। “তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা” – কোন ছন্দে রচিত?
উত্তর: গদ্য ছন্দে।

 

 

০৬। নিচের কোনটি সঠিক উচ্চারন?
উত্তর: বিভীষিকা।
০৭। সূর্যের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: অর্ক।
০৮। ‘অভিরাম’ শব্দের অর্থ কি?
উত্তর: সুন্দর।
০৯। মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: ৭টি।
১০। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর: সদাচার।

 

 

Medicon BSC in Nursing Admission Guide

 

১১। বাক্যে প্রত্যয় এর ব্যবহারে কি গঠিত হয়?
উত্তর: নতুন শব্দ।
১২। কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায়?
উত্তর: শিক্ষা।
১৩। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি কি?
উত্তর: সাহিত্য সম্রাট।
১৪। বিজ্ঞান এর ‘জ্ঞ’ যুক্তবর্ণ কোনটি?
উত্তর: জ্+ঞ।

 

 

১৫। সুনামি কোন ভাষার শব্দ?
উত্তর: জাপানি।
১৬। “নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়”। এখানে নীল কি পদ?
উত্তর: বিশেষ্য।
১৭। জাদুঘরে কোন জিনিস রাখা হয়?
উত্তর: লুপ্তপ্রায়, বিস্ময় উদ্রেককারী।
১৮। “আমি যাব তবে কাল যাব”- এটি কোন ধরনের বাক্য?
উত্তর: যৌগিক।
১৯। সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
উত্তর: চর্যাপদ।
২০। The correct passive form of “You must shut these doors”.
উত্তর: These doors must be shut.

 

২১। The correct spelling is-
উত্তর: excessive
২২। All that glitters is no gold. Here ‘that glitters’ is a/an-
উত্তর: Adjective clause
২৩। What is the antonym of ‘Copious’?
উত্তর: Rare
২৪। The correct transalation of “রবিবার হইতে বৃষ্টি হইতেছিল”-
উত্তর: It had been raining since sunday.

 

 

২৫। “The daffolid” poem is written by-
উত্তর: Willium wordsworth.
২৬। ‘Kith and kin’ meaning-
উত্তর: Blood relation.
২৭। ‘What do you want’? Passive voice is-
উত্তর: What is wanted  by you?
২৮। ‘Beautiful’ এর noun কোনটি?
উত্তর: Beauty.
২৯। ‘আয় বুঝে ব্যয় করো’। Transalation is-
উত্তর: Cut your coat according to your cloth.
৩০। ‘To raise on brows’ means-
উত্তর: Cause surprise or shock.

 

৩১। Have you ever—–abord.
উত্তর: been
৩২। The prime minister arrived—-London.
উত্তর: in
৩৩। My brother is specialized—-physics.
উত্তর: in
৩৪। Next week থাকলে Indirect হবে-
উত্তর: The following week

 

 

৩৫। কোনটি সঠিক?
উত্তর: He came late today.
৩৬। কোনটি সঠিক?
উত্তর: You, He and I went there.
৩৭। নিন্মের কোনটি অমূলদ নয়?
উত্তর: √4
৩৮। সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কোনটি?
উত্তর: ভূমিউচ্চতা।
৩৯। একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১:১:২ হলে বৃহত্তম কোণ কত ডিগ্রী?
উত্তর: ৯০°
৪০। ৮১, ২৭,——, ৩, ১ লুপ্তপ্রায় সংখ্যাটি কত?
উত্তর: ৯।

 

৪১। ৩+৪+৭+১১+১৮+২৯+—–পরবর্তী পদ কত?
উত্তর: ৪৭
৪২। 1-1(70-68)= ?
উত্তর: -1
৪৩। ১০% সরল মুনাফায় ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত?
উত্তর: ৯০০ টাকা।
৪৪। দুটি সংখ্যার অনুপাত ৫:৮ এর সাথে ২ যোগ করলে অনুপাত-
উত্তর: ১০:১৬
৪৫। দুইটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
উত্তর: ১।

 

 

৪৬। অক্সিজেন ও পালস একসাথে মাপার যন্ত্র-
উত্তর: পালস অক্সিমিটার।
৪৭। কোন বস্তুর মধ্যে পদার্থের পরিশাণকে কি বলে?
উত্তর: ভর
৪৮। ভিটামিন সি এর অপর নাম-
উত্তর: এসকরবিক এসিড।
৪৯। তাপসঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া-
উত্তর: বিক্রিয়া।
৫০। বরফ গলতে শুরু করে কত তাপমাত্রায়?
উত্তর: 0°C

 

 

৫১। মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ?
উত্তর: স্নায়ুতস্ত্র।
৫২। আবহাওয়ার কিরূপ পরিবর্তন হলে ঝড়ের সৃষ্টি হয়?
উত্তর: তাপমাত্রা বাড়লে।
৫৩। একটি তারের ক্ষেত্রফল অপরবর্তিত রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কতগুন হবে?
উত্তর:
৫৪। গাড়ির চালক সিট বেল্ট বাঁধার কারন কি?
উত্তর: জড়তা।
৫৫। 1 Calorie = Joule?
উত্তর: 4.2 Joule

 

৫৬। মৌমাছি চাষকে কি বলা হয়?
উত্তর: এপিকালচার।
৫৭। মানবদেহে অটোসোম কতটি?
উত্তর: ৪৪টি।
৫৮। কোনটির মান ও দিক উভয়ই আছে?
উত্তর: সরন।
৫৯। 103°F = ºC?
উত্তর: 39.44ºC
৬০। ভারী পানির সংকেত কি?
উত্তর: D2O

 

৬১। গ্লুকোজের সাধারণ সংকেত কি?
উত্তর: CH2O
৬২। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উত্তর: বেকরেল।
৬৩। বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে?
উত্তর: নাইট্রোজেন।
৬৪। নিম্নের কোনটি দ্বারা এন্টিবায়োটিক তৈরি করা হয়?
উত্তর: ছত্রাক।

 

৬৫। মানবদেহে অ্যামাইনো এসিড কতটি?
উত্তর: ২০টি।
৬৬। ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক কি?
উত্তর: কিলোওয়াট-ঘন্টা।
৬৭।কোন মাধ্যমে শব্দের বেগ বেশি?
উত্তর: লোহা (কঠিন)।
৬৮। হাইড্রোজেন এর আইসোটোপ কয়টি?
উত্তর: ৩টি।
৬৯। জীবদেহের গঠন ও কাজের একক কোনটি?
উত্তর: কোষ
৭০। নিচের কোনটি পলিস্যাকারাইড?
উত্তর: সেলুলোজ

৭১। গ্লিসারিন কি?
উত্তর: অ্যালকোহল।
৭২। লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতদিন?
উত্তর: ১২০ দিন।
৭৩। কোনটি পদার্থ?
উত্তর: বাতাস।
৭৪। Vaccine Hero উপাধি কাকে দেয়া হয়?
উত্তর: শেখ হাসিনা।

 

৭৫। বাংলাদেশে প্রথম কত তারিখে করোনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর: ৮ মার্চ ২০২০।
৭৬। শেখ মুজিবকে কবে বঙ্গবন্ধু উপাধি দেয় হয়?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।
৭৭। অলিম্পিক গেম ২০২০ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: জাপানে।
৭৮। পার্বত্য শান্তি চুক্তি কত সালে হয়?
উত্তর: ১৯৯৭।
৭৯। পদ্মা সেতু কার অর্থায়নে হয়েছে?
উত্তর: বাংলাদেশ সরকারের নিজস্ব
৮০। করোনা ভাইরাস প্রথম কোথায় শনাক্ত হয়?
উত্তর: উহান, চীন।

 

৮১। করোনা কি ধরনের ভাইরাস?
উত্তর: RNA
৮২। সংসদ অধিবেশন কে আহ্বান করেন?
উত্তর: মহামান্য রাষ্ট্রপতি।
৮৩। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৫
৮৪। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কত সালে?
উত্তর: ১৯৯৯ সালে।
৮৫। আর্জেন্টিনার মুদ্রার নাম কি?
উত্তর: পেসো।

 

৮৬। বাংলাদেশ সরকারের আইসিটি উপদেষ্টা কে?
উত্তর: সজীব ওয়াজেদ জয়।
৮৭। বাংলাদেশ কত তারিখ জাতীয় শোক দিবস পালন করে?
উত্তর: ১৫ আগস্ট।
৮৮। বঙ্গবন্ধু কত সালে স্বাধীনতার ডাক দেন?
উত্তর: ১৯৭১
৮৯। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয় কারা?
উত্তর: তারামন বিবি ও সেতারা বেগম।
৯০। সুনামি কোন ভাষার শব্দ?
উত্তর: জাপানি।
৯১।‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা-
উত্তর: আলমগীর কবির।

 

 

আর্মড ফোর্সেস নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১

Join Our Facebook Group

 

 

 

%d bloggers like this: