স্বরধ্বনি MCQ বাংলা ২য় পত্র (পরিচ্ছেদ ৬)

স্বরধ্বনি MCQ বাংলা ২য় পত্র (পরিচ্ছেদ ৬)

স্বরধ্বনি mcq

এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি

১. উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?
ক. উচ্চতা
খ. সম্মুখ
গ. পশ্চাৎ
● সবগুলোই সঠিক

২. ‘উ’-কার উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
ক. উচ্চ-সম্মুখ
খ. নিম্ন-সম্মুখ
● উচ্চ-পশ্চাৎ
ঘ. নিম্ন-পশ্চাৎ

 

 

৩. ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
ক. সংবৃত
● বিবৃত
গ. অর্ধ-সংবৃত
ঘ. অর্ধ-বিবৃত

৪. জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ

৫. বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
● অনুনাসিকতা
খ. অর্ধস্বর
গ. দীর্ঘস্বর
ঘ. পূর্ণস্বর

৬. যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে-
ক. অনুনাসিকতা
● অর্ধস্বর
গ. দীর্ঘস্বর
ঘ. পূর্ণস্বর

 

 

৭. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়-
● দ্বিস্বরধ্বনি
খ. মৌলিক স্বরধ্বি
গ. স্বল্প স্বরধ্বনি
ঘ. স্বরধ্বনি

৮. ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
ক. অ+ই
খ. আ+এ
গ. আ+ ও
● আ+উ্

৯. উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি কোনটি?
ক. অ
● ই
গ. উ
ঘ. ব

১০. উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
ক. অ্যা
● ও
গ. উ
ঘ. হ

 

 

১১. নিম্ন-মধ্য সম্মুখ অর্ধবিবৃত স্বরধ্বনি হলো—
● অ্যা
খ. ও
গ. উ
ঘ. ব

১২. উচ্চারণের সময় জিভের অবস্থানের দিক থেকে ‘আ’ কোন ধরনের স্বরধ্বনি?
ক. সম্মুখ
খ. পশ্চাৎ
● মধ্য
ঘ. উচ্চ-মধ্য

১৩. উচ্চারণের সময়ে জিভের উপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয়ভাগে বিভক্ত?
● ৪ ভাগে
খ. ৫ ভাগে
গ. ৬ ভাগে
ঘ. ৭ ভাগে

১৪. উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জিভ—
ক. নিচে নামে
খ. উচ্চ-মধ্য থাকে
গ. মাঝে থাকে
● উপরে ওঠে

 

 

১৫. নিম্ন স্বরধ্বনি উচ্চারণে জিভ কোন অবস্থানে থাকে?
● নিচে নামে
খ. উচ্চ-মধ্য থাকে
গ. মাঝে থাকে
ঘ. উপরে ওঠে

১৬. উচ্চারণে জিভের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন স্বরধ্বনি?
● অ
খ. আ
গ. উ
ঘ. ব

১৭. ‘উ’ ধ্বনি উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি কেমন?
ক. বিবৃত
● সংবৃত
গ. অর্ধ-বিবৃত
ঘ. অর্ধ-সংবৃত

১৮. নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি?
● এ
খ. আ
গ. উ
ঘ. ব

১৯. জিডের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুসারে কোনটি পশ্চাৎ স্বরধ্বনি?
● ই
খ. আ
গ. উ
ঘ. ব

২০. কোন ধরনের স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে উন্মুক্ত হয়?
● বিবৃত
খ. সংবৃত
গ. অর্ধ-বিবৃত
ঘ. অর্ধ-সংবৃত

 

২১. অর্থ-বিবৃত স্বরধ্বনি কোনগুলো?
● অ, অ্যা
খ. অ, ক
গ. অ, হ
ঘ. হ, গ

২২. নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি?
● ইঁ
খ. আ
গ. উ
ঘ. ব

 

 

২৩. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?
ক. ২টি
● ৪টি
গ. ৮টি
ঘ. ১০টি

২৪. কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয়-
● অনুনাসিক স্বরধ্বনি
খ. নাসিক্য স্বরধ্বনি
গ. দ্বিস্বরধ্বনি
ঘ. মৌখিক স্বরধ্বনি

২৫. ‘মৌ’ শব্দটির দ্বিস্বরধ্বনিতে কোন কোন স্বরধ্বনি রয়েছে?
ক. অ+উ
খ. অ+ঊ
● ও+উ্
ঘ. ও+উ

২৬. দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কী কী?
ক. এ এবং ঐ
খ. ই এবং ঈ
গ. ও এবং ঔ
● ঐ এবং ঔ

 

২৭. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?
ক. সম্মুখ ধ্বনি
খ. পশ্চাৎ ধ্বনি
গ. স্বরধ্বনি
● কেন্দ্রীয় স্বরধ্বনি

২৮. কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি হয়?
বা, কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
● অ ধ্বনির
খ. ক ধ্বনির
গ. ও ধ্বনির
ঘ. চ ধ্বনির

২৯. কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
● আ ধ্বনির
খ. ক ধ্বনির
গ. ও ধ্বনির
ঘ. চ ধ্বনির

৩০. নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি?
● আ
খ. ক
গ. ও
ঘ. চ

৩১. কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি?
ক. আ
খ. ক
● ও
ঘ. চ

৩২. ঠোটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার?
● ৪
খ. ৫
গ. ৭
ঘ. ৮

 

৩৩. নিচের কোনটি অর্ধ-সংবৃত ধ্বনির উদাহরণ?
● এ
খ. ক
গ. ও
ঘ. চ

৩৪. কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে?
ক. ই, উ
● উ, ঊ
গ. উ, য়
ঘ. ই, হ

৩৫. বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরধ্বনি উচ্চারণের সময়?
ক. যৌগিক
● মৌলিক
গ. বিকৃত
ঘ. দ্বিস্বর

৩৬. বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক বর্ণ আছে?
ক. ৪
খ. ৫
● ৭
ঘ. ৮

৩৭. নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
● ইঁ
খ. ক
গ. ও
ঘ. চ

৩৮. অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ কোনটি?
ক. ইঁ
খ. ক
● ওঁ
ঘ. চ

 

৩৯. ‘চাই’ শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি?
ক. ইঁ
খ. ক
● আ
ঘ. ফ

৪০. ‘লাউ’ শব্দের অর্ধস্বরধ্বনি কোনটি?
ক. ইঁ
খ. জ
● উ্
ঘ. চ

৪১. বাংলা বর্ণমালার যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি?
● ২
খ. ৫
গ. ৭
ঘ. ৮

৪২. এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময়-
● দীর্ঘ হয়
খ. হ্রয় হয়
গ. হ্রস্ব হয় না
ঘ. দীর্ঘ হয় না

৪৩. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়—এরূপ স্বরধ্বনিকে বলে-
● দ্বিস্বরধ্বনি
খ. অল্প স্বর
গ. মৌলিক স্বর
ঘ. সাধিত

৪৪. নিচের কোনটি দ্বিস্বরধ্বনির উদাহরণ?
ক. শাপলা
● শিউলি
গ. শেফালি
ঘ. গোলাপ

৪৫. কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
ক. ‘অ’ এবং ‘ই’
খ. ‘এ’ এবং ‘ই’
● ‘ও’ এবং ‘ই’
ঘ. ‘ক’ এবং ‘ই’

 

৪৬. নিচের কোনটির উচ্চারণ কেন্দ্রীয়, ওষ্ঠাধর বিবৃত?
● আ
খ. ক
গ. ও
ঘ. চ

৪৭. উচ্চারণ অনুযায়ী উচ্চমধ্য পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি কোনটি?
ক. আ
খ. ক
● ও
ঘ. চ

৪৮. উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্নমধ্য স্বরধ্বনি কোনটি?
● অ
খ. ক
গ. ও
ঘ. জ

৪৯. বাংলা কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে?
● আ
খ. ক
গ. ও
ঘ. চ

৫০. কোনটি দ্বি-স্বরের উদাহরণ?
● কুয়া
খ. মোন
গ. কথা
ঘ. অতি

 

%d bloggers like this: