বিএসসি নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১ইং

বিএসসি নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১ইং

বিএসসি নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১ইং সেশন।

 

০১) “অরণ্যে রোধন” বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ নিষ্ফল আর্জি
০২) Which one is correct spelling?
উত্তরঃ Tuberculosis
০৩) মি. রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৩,০০,০০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মূল্য কতো?
উত্তরঃ 10,00,000
০৪) কোনটি ইথানল এর অপর নাম?
উত্তরঃ ইথাইল অ্যালকোহল
০৫) নিচের কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়?
উত্তরঃ সোডিয়াম বেনজোয়েট

 

 

০৬) সমুদ্র হতে হিমালয় পর্যন্ত- এক কথায় প্রকাশ?
উত্তরঃ আসমুদ্রহিমাচল।
০৭) বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের প্রধান সহকারী দেশ কোনটি?
উত্তরঃ জাপান
০৮) এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে বাচ্চার জন্মের পর কত সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ান কে বুঝায়?
উত্তরঃ ৬ মাস।
০৯) প্রাথমিক বর্ন নয় কোনটি?
উত্তরঃ বেগুনী
১০) ইসরাইলের তৈরি শক্তিশালী ফোন হ্যাকিং স্পাইওয়্যার কোনটি?
উত্তরঃ পেগাসাস।

 

 

 

 

১১) পার্থিব বিশেষণের বিশেষ্য রুপ কোনটি?
উত্তরঃ পৃথিবী
১২) সম্প্রতি কোন দেশে সামরিক শাসন জারি হয়েছে?
উত্তরঃ মিয়ানমার
১৩) Fill in the blank with appropriate word. The headmaster and the Secretary—present at the last meeting.
উত্তরঃ Was
১৪) ভিনেগারে নিচের কোন এসিড টি উপস্থিত থাকে?
উত্তরঃ এসিটিক এসিড।
১৫) তার ধন আছে কিন্তু বিদ্যা নেই। বাক্যটি কোন শ্রেণীর?
উত্তরঃ যৌগিক।

 

 

 

১৬) “মানুষ মরণশীল” Translate into English?
উত্তরঃ Man is Mortal
১৭) শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি?
উত্তরঃ প্রতিফলন।
১৮) করোনা সংক্রমণ রোধে নূন্যতম কতো দুরত্বে থাকা উচিত?
উত্তরঃ ১ মিটার।
১৯) “তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এটি কার রচনা?
উত্তরঃ শামসুর রহমান।
২০) ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়?
উত্তরঃ বিভক্তি

 

 

 

 

২১) Fill in the blank with appropriate word. The thief broke—-the house.
উত্তরঃ into.
২২) “মহাশ্মশান” মহাকাব্যটি কার রচনা?
উত্তরঃ কায়কোবাদ।
২৩) তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
উত্তরঃ সাধু।
২৪) ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কতো?
উত্তরঃ ৫০৫০
২৫) Which one is the correct spelling?
উত্তরঃ Occasion

 

 

 

২৬) নির্মীয়মান পদ্মাসেতুর রিখটার স্কেলে ভূমিকম্প সহনীয় মাত্রা কত?
উত্তরঃ ৯
২৭) দুইটি সংখ্যার পার্থক্য ১৬। যদি ছোট সংখ্যাটি বড়টির ৩/৫ অংশ হয়, তবে ছোট সংখ্যাটি কত?
উত্তরঃ ২৪
২৮) বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?
উত্তরঃ ৫৪ টি।
২৯) পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তরঃ ০.০৫ থেকে ০.১ PPM
৩০) দুইটি সংখ্যার যোগফল ১২ এবং গুনফল ৩২ হলে বড় সংখ্যাটি
উত্তরঃ ৮

 

 

 

 

৩১) “নামাজ” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ ফারসি।
৩২) বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপ কোনটি?
উত্তরঃ সুরক্ষা
৩৩) ইউরোপীয় ইউনিয়ন এর মুদ্রার নাম কি?
উত্তরঃ ইউরো
৩৪) নিচের কোনটি সবচেয়ে কম সক্রীয় ধাতু?
উত্তরঃ গোল্ড।
৩৫) The synonym of the word “Encounter” is_?
উত্তরঃ Battle

 

 

 

৩৬) Fill in the blank with appropriate word. I have no appetite—-food.
উত্তরঃ for
৩৭) ২০২১ সালে বিশ্বের ২য় দেশ হিসেবে মঙ্গলগ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করায় কোন দেশ?
উত্তরঃ চীন
৩৮) “ভিখারিকে ভিক্ষা দাও” – কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ সম্পাদানে ৪র্থী।
৩৯) ডেঙ্গুজ্বর হলে রক্তের কোন উপাদানটি সাধারণত কমে যায়?
উত্তরঃ অণুচক্রিকা।
৪০) MRI যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয়ে কোন মৌলের ভূমিকা প্রধান?
উত্তরঃ হাইড্রোজেন।

 

 

 

 

৪১) নিচের কোনটি লব্ধ রাশি?
উত্তরঃ তাপ
৪২) Fill in the blank with appropriate word. He has given—- smoking.
উত্তরঃ up
৪৩) x+1/x=4 হলে x/x^3-3x-1 এর মান কত?
উত্তরঃ 1
৪৪) Which one of the following is the correct sentence?
উত্তরঃ Open at page 10
৪৫) টেকশই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল কতো?
উত্তরঃ 2016-2030

 

 

 

 

৪৬) The antonym of the word “Transparent” is –
উত্তরঃ Opaque
৪৭) সোডিয়াম আয়নে কতোগুলো ইলেকট্রন থাকে?
উত্তরঃ 10
৪৮) Fill in the blank with appropriate word. Millions of people across the world_ corona
উত্তরঃ died of
৪৯) 4(a+b),10(ab) এবং 12(a2-b2)এর গ.সা.গু?
উত্তরঃ 2
৫০) দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৪ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। ২য় ব্যক্তি ওই কাজটি একা কতো দিনে করতে পারবে?
উত্তরঃ ২৪ দিনে।

 

 

 

 

৫১) সাইকেলের বেগ ও চাকার ঘর্ষনের মধ্যবর্তী কোণ কত?
উত্তরঃ ১৮০ ডিগ্রি।
৫২) কোন বানানটি সঠিক?
উত্তরঃ ষোড়শ।
৫৩) পানিতে দ্রবনীয় ভিটামিন কোনটি?
উত্তরঃ ভিটামিন বি।
৫৪) Which one is Abstract noun ?
উত্তরঃ Honesty
৫৫) ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ আনুমানিক কতো মিনিটের ছিলো?
উত্তরঃ ১৯ মিনিট।

 

 

 

৫৬) “সমীর” শব্দের অর্থ কী?
উত্তরঃ বাতাস।
৫৭) কোনটি বংশগত রোগ?
উত্তরঃ হিমোফিলিয়া।
৫৮) Which one is the correct spelling?
উত্তরঃ Committee.
৫৯) “উদার” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ সংকীর্ণ।
৬০) ভূ-স্থির উপগ্রহের আবর্তনকাল কত? ob
উত্তরঃ ২৪ ঘন্টা

 

 

 

 

৬১) Passive form of the sentence of the sentence-“You must do the work” is-
উত্তরঃ The work must be done by you.
৬২) Who is the Author of “Man and Superman”?
উত্তরঃ George Bernard shaw
৬৩) ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তরঃ অগ্ন্যাশয়।
৬৪) রূপসি বাংলার কবি হিসেবে খ্যাতিমান কে?
উত্তরঃ জীবনানন্দ দাস।
৬৫) লেন্সের ক্ষমতার একক কোনটি?
উত্তরঃ ডায়প্টার।

 

 

 

 

৬৬) বাংলা ভাষার ১ম সংবাদপত্রের নাম কি?
উত্তরঃ সমাচার দর্পণ
৬৭) বাংলাদেশের মুক্তিযুদ্ধ কালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন
উত্তরঃ ইন্দিরা গান্ধী।
৬৮) Which one of the following is adjective?
উত্তরঃ Beautiful
৬৯) কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান?
উত্তরঃ -40 ডিগ্রী
৭০) মৌলিক শব্দ কোনটি?
উত্তরঃ গোলাপ।

 

 

 

 

 

৭১) কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২
৭২) “স্বাস্থ্য বাতায়ন” এর জরুরি সেবার নম্বর হলো?
উত্তরঃ 16263
৭৩) কোন রক্তকণিকা দেহে এন্টিবডি তৈরি করে?
উত্তরঃ লিম্ফোসাইট।
৭৪) “ধনীরা সব সময় সুখী নয়” Translate into English
উত্তরঃ The rich are not always happy.
৭৫) UNHCR এর সদরদপ্তর কোথায়?
উত্তরঃ জেনেভা।

 

 

 

 

৭৬) ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তরঃ কাতারে।
৭৭) ড্রাইসেলের অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ Zn
৭৮) বাংলাদেশে বর্তমানে উপজেলা কত টি?
উত্তরঃ ৪৯৫
৭৯) নিচের কোনটি পরিমাপে রিখটার স্কেল ব্যবহিত হয়?
উত্তরঃ ভূমিকম্পের পরিমাপ
৮০) “যে উপকারির অপকার করে” এক কথায় প্রকাশ?
উত্তরঃ কৃতঘ্ন।

 

 

 

 

 

৮১) বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তরঃ ব্যারোমিটার।
৮২) নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী?
উত্তরঃ তিমি।
৮৩) জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষকী উপলক্ষে কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু চেয়ার” স্থাপন করে?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
৮৪) “অবাক সূর্যোদয়” কবিতাটি কার লিখা?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
৮৫) Fill in the blank with appropriate word. He said that he —– be unable to come?
উত্তরঃ Would

 

 

 

 

৮৬) পর্যায়কাল দ্বিগুন করতে সরল দোলকের দৈর্ঘ্য কতগুন করতে হবে?
উত্তরঃ ৪ গুণ
৮৭) কোনটি শিখা পরীক্ষায় সবুজ বর্ণ দেখায়?
উত্তরঃ বেরিয়াম
৮৮) নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
উত্তরঃ BIMSTEC
৮৯) মানব শরীরে ভিটামিন বি১২ এর ঘাটতি হলে কি হয়?
উত্তরঃ এনেমিয়া।
৯০) লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটি?
উত্তরঃ টায়ালিন।

 

 

 

 

 

৯১) ΔABC এ ∠A=70º, ∠B=20° হলে ত্রিভুজটি কি ধরনের?
উত্তরঃ সমকোণী।
৯২) যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কতো কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
উত্তরঃ ২০%
৯৩) বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহীনির বর্তমান নাম কি?
উত্তরঃ বিজিবি।
৯৪) মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
উত্তরঃ দেয়াল।
৯৫) নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
উত্তরঃ Bluetooth

 

 

 

 

৯৬) নিচের কোনটি ক্ষার?
উত্তরঃ NaOH
৯৭) Fill in the blank with appropriate word. Slow and steady —- the race.
উত্তরঃ Wins
৯৮) কোন সমকোণী ত্রিভুজের অত্রিভুজ ১৩ সে মি ও ভূমি ৫ সেমি হলে ক্রিভুজটির ক্ষেত্রফলকত?
উত্তরঃ ৩০ বর্গ সেমি
৯৯) “দিগন্ত” শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ দিক+ অন্ত
১০০) The plural form of “Knife” is
উত্তরঃ Knives

 

 

আরো পড়ুন: বিএসএমএমইউ নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১

 

নার্সিং সম্পর্কিত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

 

 

%d bloggers like this: