মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রশ্ন সমাধান -২০১৯ (ল্যাবরেটরি)

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রশ্ন সমাধান -২০১৯ (ল্যাবরেটরি)

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রশ্ন সমাধান -২০১৯ (ল্যাবরেটরি)।মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রশ্ন সমাধান (ল্যাবরেটরি) পরীক্ষা-২০১৯ (শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর)।
পূর্ণমান: ৮০ সময়: ১:৩০ ঘন্টা
বাংলা: ২০

০১। বিপরীত শব্দ লিখুন: অমৃত, গৌন, উচাটন, নৈসর্গিক, বন্ধুর।
উত্তর:
মূল শব্দ বিপরীত শব্দ
অমৃত  গরল
গৌন মুখ্য
উচাটন প্রশান্ত
নৈসর্গিক কৃত্রিম
বন্ধুর মসৃণ
০২। এককথায় প্রকাশ করুন:
উত্তর:
ক) অতি গুনবান পুত্রের জননী-রত্নগর্ভা
খ) আমৃত্যু যুদ্ধ করে যে -সংশপ্তক
গ) দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ- রোজনামচা
ঘ) উপস্থিত বুদ্ধি আছে যার- প্রত্যুৎপন্নমতি
ঙ) কর্তব্য স্থির করতে অক্ষম- কিংকর্তব্যবিমূঢ়
০৩। অর্থসহ বাক্য রচনা কর:
উত্তর:
ক) গোবর গনেশ (মূর্খ): গোবর গণেশ দিয়ে কোন কাজে ভালো ফল আশা করা যায় না।
খ) তাল পাতার সেপাই (ছোটতে বড় শক্তি): লোকটি ছোট হলে কী হবে একেবারে তালপাতার সেপাই।
গ) শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ): কাল আমার পরীক্ষা, আজ বাড়িতে লাইট চলে গেল,এখন আমার শিরে সংক্রান্তি।
ঘ) ভিটায় ঘু ঘু চড়ানো (সর্বস্বান্ত): তোমার ভিটায় ঘুঘু চড়িয়ে ছাড়বো।
০৪। নিন্মলিখিত শব্দ সমূহের অর্থ লিখুন:
ক) অবিরাম বিরাম নেই এমন: বিরামহীন
অভিরাম: সুন্দর
খ) কুল বংশ: গোত্র
কূল:  তট/ কিনারা
গ) নীড়: বাসা
নীর: পানি
ঘ) কপাল: ললাট/করোটি
কপোল: গাল
ঙ) জ্বর: গাত্রতাপ/অসুখ
জড়: প্রাণহীন/অচেতন

ইংরেজি: ২০

০৫। Translate into English:
a) আমি চার দিন যাবত ডেঙ্গু জ্বরে ভুগছি
Ans:I have been suffering from dengue fever for four days.
b) আলিম এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
Ans: Alim got GPA-5 in HSC examination
c) আমি যদি ডাক্তার হতাম।
Ans: If I were a doctor.
d) আপনার শিশুকে টিকা দিন।
Ans: Vaccinate your baby.
e) গনি মিয়ার নিজের কোন জমি নেই।
Ans: Gani Mia has no land of his own.

০৬। Write the meaning of the following words:
Ans:
a) Unemployment-বেকার
b) Malnutrition- অপুষ্টি
c) Migration- অভিপ্রয়াণ
d) Epidemic- মহামারী
e) Infant- শিশু

০৭। Make sentences with the following idioms and phrase:
a) Hue and Cry (A noise): The villagers raised a Hue and Cry to see the thief.
b) Cats and dog (very heavily): It’s raining cats and dogs.
c) Bag and baggage (All one’s belongings): He left the place bag and baggage.
d) For good (For ever): He left the country for good.
e) All on a sudden (Suddenly): All on a sudden a tiger came out.

০৮। Fill in the blanks with appropriate preposition:
a) He is addicted——Gambling.
Ans: to
b) He is Admitted—-STAMCH.
Ans: to
c) I agreed——him.
Ans: with
d) Add this——that.
Ans: to
e) He asked me—–a loan.
Ans: for

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রশ্ন

গনিত: ১০

০৯। বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুন ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার। উহাতে কত কিলোগ্রাম বায়ু আছে?
সমাধান:
ঘরের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ১৬ মি. × ১২ মি. × ৪ মি.
= ৭৬৮ ঘনমিটার × ১০০০০০০ সে.মি.
= ৭৬৮০০০০০০ ঘন সে.মি.
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী।
সুতরাং ১ ঘন সে.মি. বায়ুর ওজন = ০.০০১২৯ গ্রাম
∴ ঘরটিতে বায়ুর পরিমাণ
= ৭৬৮০০০০০০×০.০০১২৯ গ্রাম
= ৯৯০৭২০ গ্রাম বা ৯৯০.৭২০ কিলোগ্রাম
উত্তর: ঘরটিতে বায়ু আছে ৯৯০.৭২ কিলোগ্রাম
১০। উৎপাদকে বিশ্লেষণ করুন: a²+2ab-2b-1
সমাধান: a²+2ab-2b-1
= a²-1+2ab-2b
=(a+1) (a-1)+2b(a-1)
=(a+2b+1)(a-1)
উত্তর: (a+2b+1)(a-1)

১১। সংজ্ঞা লিখুন: বর্গ, রম্বস ও ট্রাপিজিয়াম
উত্তর: বর্গ: যে আয়তের সন্নিহিত বাহুগুলো সমান তাকে বর্গ বলা হয়।
রম্বস: যে চতুর্ভুজ এর প্রতিটি বাহু সমান এবং কর্ণদ্বয় অসমান তাকে রম্বস বলে।
ট্রাপিজিয়াম: যে চতুর্ভূজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।

সাধারন জ্ঞান: ১৫

১২। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তার জন্ম স্থান ও জন্ম তারিখ লিখুন।
উত্তর: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ; তিনি গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে ১৯২৫ সালের ২৩ জুলাই জন্মগ্রহন করেন।
১৩। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত ০২ টি গ্রন্থের নাম লিখুন।
উত্তর: ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’।
১৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায়? বাংলাদেশ কত সালে এর সদস্য পদ লাভ করেন?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল ১৯৪৮; এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদস্যপদ লাভ করে।
১৫। মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে এবং কোথায় হয়েছিল?
উত্তর: ১৯ মার্চ ১৯৭১; গাজিপুরে।
১৬। SDG (এসডিজি) বলতে কি বোঝায়? এর লক্ষ্য মাত্রা কয়টি?
উত্তর: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) হলো
ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। এর লক্ষ্যমাত্রা ১৭ টি।
১৭। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙ্গালী লেখক কে? তিনি কত সালে ঐ পুরস্কার লাভ করেন?
উত্তর: সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙ্গালী লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
১৮। আইসিসি ট্রফিতে প্রথম বাংলাদেশী অধিনায়ক কে ছিলেন?
উত্তর: শফিকুল হক হীরা।

বিষয়ভিত্তিক প্রশ্ন: ১৫

১৯। ডেঙ্গু রোগ নিশ্চিত করনের ০৩টি পরীক্ষার নাম লিখুন।
উত্তর: 1) Dengue NS1 Antigen,
2) Immunoglobulin M (IgM),
3) Dengue RNA PCR test

২০। পূর্ণরূপ লিখুন: TPHA, SGPT, LDL, AIDS, ARDS
উত্তর:
TPHA: Treponema Pallidum Haemagglutination.
SGPT: Serum Glutamic Pyruvic Transaminase.
LDL: Low Density Lipoprotein.
AIDS: Acquired Immune Deficiency Syndrome.
ARDS: Acute respiratory distress syndrome.

২১। রক্তে স্বাভাবিক মাত্রা উল্লেখ করুন: Hb%, FBS, Serum Sodium, Serum Potassium, Platelet count
উত্তর:
Hb%:

  • Male: 14-18 gm/dL (140-170 g/L)
  • Female: 12-16 gm/dL (120-160 g/L)
  • Full term baby: 13.5-19.5 gm/dL
  • Children (1 Year): 11-13 gm/dL
  • Chidren (10-12 years):11.5-14.5gm/dL

FBS: 3.6-5.8 mmol/L
Serum Sodium: 136-145 mmol/L
Serum Potassium: 3.5-5.0 mmol/L
Platelet count: 150000-400000/mm3

২২। বাহকের নাম লিখুন: Kala-azar, Chikungunya.
উত্তর:
Kala-azar: infected sand fly
Chikungunya: Aedes mosquito

‘মেডিকন’ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ গাইড ( নতুন সংস্করন)

আমাদের ফেসবুক পেইজ

 

 

%d bloggers like this: