NSI নিয়োগ পরীক্ষা ২০২১ প্রশ্ন সমাধান (সাধারণজ্ঞান ও বাংলা অংশ)। NSI এর আজকের প্রশ্নের সাধারণ জ্ঞান ও বাংলা অংশের সমাধান।
NSI নিয়োগ পরীক্ষা ২০২১ (সাধারণ জ্ঞান অংশ):
১. গণচীনের প্রতিষ্ঠাতা কে?
ব্যাখ্যাঃ গণচীনের প্রতিষ্ঠাতা – মাও সে তুং।
২. মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত?
ব্যাখ্যঃ ভারত মহাসাগরে।
৩. CIA এর পূর্ণরূপ কী?
ব্যাখ্যাঃ CIA এর পূর্ণরূপ – Central Intelligence Agency। এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। গঠিত হয়- ১৯৪৭ সালে।
৪. ৬-দফা কে উত্থাপন করেন?
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারিতে লাহোরে ৬-দফা উত্থাপন করেন।
৫. অসমাপ্ত আত্মজীবনী’র লেখকের নাম কী?
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধুর প্রথম আত্মজীবনী – অসমাপ্ত আত্মজীবনী। গ্রন্থটি ২০১২ সালে জুন মাসে প্রকাশিত হয়। তাঁর অন্য দুটো গ্রন্থ হলো – কারাগারে রোজনামচা(২০১৭) ও আমার দেখা নয়াচীন (২০২০)।
৬. বাংলাদেশে সর্বশেষ কোন দল টি-২০ ম্যাচ খেলতে আসে? – নিউজিল্যান্ড।
৭. সর্বশেষ বিভাগ কোনটি?
ব্যাখ্যাঃ দেশের সর্বশেষ অর্থাৎ ৮ম বিভাগ – ময়মনসিংহ।
৮. RAM এর পূর্ণরূপ – Random Access Memory.
৯. স্ফুলিং – চলচ্চিত্রের পরিচালক কে? – তৌকির আহমেদ।
১০. বাংলাদেশের সবচেয়ে প্রচীন জনপদ – মহাস্থানগড়।
১১. Facebook এর Inventor কে? – Mark Zuckerberg.
১২. আফগান সরকারের প্রধান হচ্ছে – মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
১৩. BRICS এর সদর দপ্তর – সাংহাই।
১৪. আধুনিক কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।
১৫. CPU এর পূর্ণরূপ – Central Processing Unit.
১৬. শহিদ বুদ্ধিজীবী দিবস – ১৪ ডিসেম্বর।
১৭. আকবর নামা গ্রন্থের লেখক – আবুল ফজল।
১৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় – ভূটান।
১৯. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি – কাজী সালাউদ্দিন।
২০. নিম্মের কোনটির Memory Capacity সর্বোচ্চ? – Terabytes
NSI নিয়োগ পরীক্ষা ২০২১ (বাংলা অংশ):
আমাদের ফেসবুক পেইজ এ যুক্ত হোন