SACMO নিয়োগ প্রশ্ন সমাধান -২০১৪ ইং (পরিবার পরিকল্পনা)

SACMO নিয়োগ প্রশ্ন সমাধান -২০১৪ ইং (পরিবার পরিকল্পনা)

SACMO নিয়োগ প্রশ্ন সমাধান – ২০১৪ ইং।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নার্স, মিডওয়াইফ, SACMO নিয়োগ প্রশ্ন -২০১৪ ইং

SACMO নিয়োগ প্রশ্ন :

০১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত?
ক) ১৬
খ) ১২
গ) ১৩
ঘ)

ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি। এর মধ্যে স্বরবর্ণের ৪টি (এ, ঐ, ও, ঔ) এবং ব্যঞ্জনবর্ণের ৬টি (ঙ, ঞ, ৎ,ঃ, ং, ঁ)।
অর্ধমাত্রার বর্ণের সংখ্যা ৮টি। এর মধ্যে স্বরবর্ণের ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণের ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)। পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৩২টি। এর মধ্যে স্বরবর্ণের ৬টি (অ, আ, ই, ঈ, উ, ঊ) এবং ব্যঞ্জনবর্ণের ২৬টি।

০২। ‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা কে?
ক) শামুসল হক
খ) আব্দুল্লাহ আল মামুন
গ) সেলিম আলদ্বীন
ঘ) কল্যাণ মিত্র
ব্যাখ্যা: আব্দুল্লাহ আল মামুন এর ‘সুবচন নির্বাসনে’ নাটকটি ১৯৭৪ সালে প্রকাশিত হয় এবং প্রথম মঞ্চায়ন হয়। তার রচিত আরো কয়েকটি নাটক: এখনও দুঃসময় (১৯৭৫), এবার ধরা দাও (১৯৭৭), সেনাপতি (১৯৮০), অরক্ষিত মতিঝিল (১৯৮০), ক্রসরোড ক্রস ফায়ার (১৯৮১), আয়নায় বন্ধুর মুখ (১৯৮৩), এখনও ক্রীতদাস (১৯৮৩), আমাদের সন্তানেরা (১৯৮৮), তৃতীয় পুরুষ (১৯৮৮), মাইক মাস্টার (১৯৯৭) ইত্যাদি।

০৩। ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কি?
ক) অরণ্য
খ) সমুদ্র
গ) পর্বত
ঘ) স্থবির
ব্যাখ্যা: ‘জঙ্গম’ শব্দের অর্থ চলন্ত যার বিপরীত শব্দ স্থবির।

০৪। ‘তপোবন’ এর সন্ধি বিচ্ছেদ–
ক) তপঃ + বন
খ) তপ + বন
গ) তপোঃ + বন
ঘ) তপো + বন
ব্যাখ্যা: ‘অ’-এর পরে স-জাত ‘ঃ’, এবং তারপরে গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা ঙ, ঞ, ণ, ন, ম কিংবা য, র, ল, ব অথবা হ থাকলে আগের অ+ঃ=‘ও’ হয়। যেমন- তপঃ+বন = তপোবন (অ+ঃ+ব)।

০৫। কোন সমাসে ব্যাসবাক্য হয়না?
ক) নিত্য সমাস
খ) দ্ব›দ্ব সমাস
গ) তৎপুরুষ
ঘ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন: গ্রামান্তর- অন্য গ্রাম।

০৬। ‘পুষ্প’ এর সমার্থক শব্দ নয়–
ক) ফুল
খ) কুসুম
গ) অবনী
ঘ) প্রসুন
ব্যাখ্যা: পৃথিবী এর সমার্থক শব্দ অবনী; পুষ্প এর আরো কিছু সমার্থক শব্দ: কানন, রঙ্গন।

০৭। মুনীর চৌধুরী রচিত ‘মূখরা রমণী বশীকরণ’ একটি–
ক) অনুবাদ গল্প
খ) অনুবাদ উপন্যাস
গ) অনুবাদ প্রবন্ধ
ঘ) অনুবাদ নাটক
ব্যাখ্যা: মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের ‘The Taming of The Sharew’ নাটকের অনুবাদ করেন ‘মুখরা রমণী বশীকরণ’ নামে। তার আরো দুটি অনুবাদ নাটক জর্জ বার্নার্ড শ-র ‘ইউ নেভার ক্যান টেল’-এর অনুবাদ ‘কেউ কিছু বলতে পারে না’ ও জন গলসওয়ার্দির ‘দি সিলভার বকস’ এর অনুবাদ ‘রূপার কৌটা’।

০৮। কোন বানাটি শুদ্ধ?
ক) সমভিব্যবহারে
খ) সমভিব্যহারে
গ) সমভিব্যাহারে
ঘ) সমবিব্যাহারে
ব্যাখ্যা: সমভিব্যাহার অর্থ সাহচর্য বা একত্রে গমন।

০৯। যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে–
ক) নিত্য সমাস
খ) প্রাদি সমাস
গ) দ্ব›দ্ব সমাস
ঘ) অলুক সমাস
ব্যাখ্যা: নিত্য সমাস: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। প্রাদি সমাস: প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে। দ্ব›দ্ব সমাস: যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ সমাস বলে।

১০। ‘গৃহ’ এর সমার্থক শব্দ নয়?
ক) নিবাস
খ) ঘরোয়া
গ) ভবন
ঘ) ঘর
ব্যাখ্যা: গৃহ শব্দটির আরো কিছু সমার্থক শব্দ: ধাম, আবাস, আলয়, নিলয়, নিকেতন, সদন, বাড়ি, বাটি, বাসস্থান, আশ্রয়, আগার ইত্যাদি।

১১। ‘লাজ’ শব্দটি কোন পদ–
ক) বিশেষণ
খ) ক্রিয়া বিশেষণ
গ) বিশেষ্য
ঘ) সর্বনাম
ব্যাখ্যা: কোন কিকিছুর নামকে বলে বিশেষ্য। বাক্যে ব্যবগৃত যেসব পদ দ্বারা কোন ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। লাজ শব্দটি বিশেষ্য এর অর্থ লজ্জা। এর বিশেষণ লাজুক।

১২। ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক) মাযহারুল ইসলাম
খ) রফিকুল আজাদ
গ) হুমায়ুন কবীর
ঘ) জাহানারা ইমাম
ব্যাখ্যা: ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ মাযহারুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ, এটি ১৯৭০ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। তার রচিত আরো কিছু কাব্যগ্রন্থ: মাটীর ফসল, আর্তনাদে বিবর্ণ, যেখানে বাঘের থাবা, অপরাহ্নে বিবস্ত্র প্রাতরাশ, দুঃসময়ের ছড়া, সাম্প্রতিক ছড়া, কাব্য বিচিত্রা, রাজবারান্দায় তুমি, সন্তরণে নিরন্তর।

১৩। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায় কে অনুবাদ করেন?
ক) মুনীর চৌধূরী
খ) কবির চৌধুরী
গ) সৈয়দ আলী আহসান
ঘ) লিলি চৌধুরী
ব্যাখ্যা: ‘ইডিপাস’ এর মূল লেখক গ্রিক নাট্যকার সফোক্লিস। এটি বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান (২৬ মার্চ ১৯২২ – ২৫ জুলাই ২০০২) বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করেন।

১৪। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
ক) ১৯ টি
খ) ২০ টি
গ) ২১ টি
ঘ) ২২ টি
ব্যাখ্যা: বাংলা ভাষা ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

১৫। ‘আনন্দ মঠ’ উপন্যাসের লেখক কে?
ক) বঙ্কিম চন্দ্র চট্টোপধ্যায়
খ) তারাশংকর বন্দোপধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টপধ্যায়
ঘ) আনন্দ মোহন বাগচী
ব্যাখ্যা: আনন্দমঠ ঊনবিংশ শতাব্দীর ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত একটি বাংলা উপন্যাস। এর প্রকাশকাল ১৮৮৪ খ্রিস্টাব্দ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এর একটি বিশেষ ভূমিকা আছে। আর আরো কিছু উপন্যাস: দুর্গেশনন্দিনী, কপালকুন্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, রজনী, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরানী, সীতারাম, চন্দ্রশেখর, রাধারানী ইত্যাদি।

১৬। ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) দোলনচাঁপা
খ) বিষের বাঁশি
গ) সাম্যবাদী
ঘ) অগ্নিবীণা
ব্যাখ্যা: ‘বিদ্রোহী’ কাজী নজরুলের বিখ্যাত কবিতাসমূহের একটি। এটি ‘অগ্নিবীণা’ কাব্যে অন্তর্গত। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী’ পত্রিকায়। এরপর কবিতাটি মাসিক প্রবাসী, মাসিক সাধনা ও ধূমকেতুতে ছাপা হয়।

১৭। সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
ক) বহুব্রীহি
খ) কর্মধারয়
গ) তৎপুরুষ
ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থেরপ্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন : জানু পর্যন্ত লম্বিত (পর্যন্ত শব্দের অব্যয় ‘আ’) = আজানুলম্বিত (বাহু), তেমনি- ঈষৎ(আ) নত = আনত।

১৮। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ কোন ধরণের কাব্য?
ক) মহাকাব্য
খ) সনেট
গ) পত্রকাব্য
ঘ) গীতিকাব্য
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ একটি পত্রকাব্য, এটি ১৮৬২ সালে প্রথম প্রকাশিত হয়। তার রচিত মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ (১৮৬১); সনেট ‘চতুর্দশপদী কবিতাবলী’ (১৮৬৫)।

১৯। How fine the flower is! It is an–
ক) Assertive sentence
খ) Exclamatory sentence
গ) Optative sentence
ঘ) Negative sentence
ব্যাখ্যা: Exclamatory sentence দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।

২০। Walking in the morning is good for health. This is an
ক)
Gerund
খ) Infinitive
গ) Participle
ঘ) None of them
ব্যাখ্যা: Verb এ যে রূপ একই সাথে Verb ও adjectiveএর কাজ করে তাকে Participle বলে।

২১। Which one is correct?
ক)
The lady died of cancer
খ) The lady died from cancer
গ) The lady died due to cancer
ঘ) The lady died by cancer
ব্যাখ্যা: Die of অর্থ রোগে মরা। এখানে ক্যান্সার একটি রোগ। তাই Die of সঠিক উত্তর। অন্যদিকে, Die from অর্থ কোন কিছুর জন্য মারা যাওয়া; Die by অর্থ কোন কিছুর দ্বারা মারা যাওয়া।

২২। Which of the following words is misspell?
ক) Receive
খ) Belief
গ) Deciet
ঘ) Preview
ব্যাখ্যা: Deciet এর সঠিক বানান Deceit যার অর্থ প্রতারনা।

২৩। No article is needed before-
ক) an adjective
খ) a pronoun
গ) a noun
ঘ) an adverb
ব্যাখ্যা: Proper Noun-এর আগে Article বসে না। কোনো Noun-এর আগে Possessive adjective (my, our, their, your, his, her, its, Ratul’s, Shahed’s, Fardin’s) থাকলে এদের আগে বা পরে কোথাও Article বসে না।

২৪। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
ক) I prefer death from dishonour .
খ) I liked death more than dishonour
গ) I prefer death more than insult
ঘ) I prefer death to dishonour

২৫। He has gone to dog. সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক) সে কুকুর তাড়িয়েছে
খ) সে কুকুর ভালবাসে
গ) সে কুকুর নিয়ে গেছে
ঘ) সে গোল্লায় গেছে

২৬। Differentiate is–
ক) Noun
খ) Adjective
গ) Adverb
ঘ) Verb

২৭। The synonym of ambition.
ক) Indifference
খ) Aiklessness
গ) Desire
ঘ) Purposelessness
ব্যাখ্যা: Ambition (উচ্চাকাঙ্খা) যার synonym বা সমার্থক শব্দ Desire (আকাঙ্খা)।

২৮। What is the antonym of ‘Dialect’?
ক) Injure
খ) insert
গ) Delay
ঘ) Trap

২৯। When Nobel prize in literature was started?
ক) 1911
খ) 1891
গ) 1901
ঘ) 1913
ব্যাখ্যা: ১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকান্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়।

৩০। ”In black and white” means–
ক) Orally
খ) In writing
গ) Temporary
ঘ) Doubt
ব্যাখ্যা: ”In black and white” এর বাংলা অর্থ লিখিতভাবে (In writing)।

৩১। He is a student of—University?
ক)
а
খ) in
গ) on
ঘ) the
ব্যাখ্যা: Word এর প্রথম অক্ষর vowel থাকলে এবং তা u/ew এর মত উচ্চারিত হলে তার পূর্বে а বসে।

৩২। I know nothing— the boy.
ক) With
খ) in the dark
গ) as to
ঘ) None of them

৩৩। “To be or not to be”. That is the–
ক) Meaning
খ) Question
গ) Answer
ঘ) Issue
ব্যাখ্যা: “To be or not to be” বাক্যটির অর্থ ‘হবে কি হবে না’। এখনে প্রশ্ন করা হয়েছে। তাই সঠিক উত্তর (খ) Question।

৩৪। ‘Sky is to bird.’ as ‘water’ is to–
ক) Feather
খ) Fish
গ) Boat
ঘ) Lotus

৩৫। ‘Good is to bad.’ as ‘White’ is to
ক) Dark
খ) Black
গ) Gray
ঘ) Ebony
ব্যাখ্যা: Good (ভাল) এর বিরীত শব্দ bad (খারাপ); White (সাদা) এর বিপরীত শব্দ Black (কালো)।

৩৬। বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০/-পায়। পূর্বে তার বেতন কত ছিল?
ক) ৭৫০০/-
খ) ৮৫০০/-
গ) ৯০০০/-
ঘ) ৯২০০/-
ব্যাখ্যা: ৩০% বৃদ্ধিতে বর্তমান বেতন = ১০০+৩০ = ১৩০ টাকা
বর্তমানে ১৩০ টাকা হলে পূর্বে ছিল ১০০ টাকা
∴ বর্তমানে ১ টাকা হলে পূর্বে ছিল ১০০ /১৩০”ৎ টাকা
∴ বর্তমানে ১১০৫০ টাকা হলে পূর্বে ছিল ১০০×১১০৫০ /১৩০ টাকা
= ৮৫০০ টাকা
উত্তর: ৮৫০০ টাকা।

৩৭। ৩টি সংখ্যার গুণফল ২১৬। দুইটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত?
ক)
খ) ৭
গ) ৮
ঘ) ৬
ব্যাখ্যা: ধরি, তৃতীয় সংখ্যাটি ক
প্রশ্নমতে,
৮×৯×ক = ২১৬
বা, ৭২ক = ২১৬
বা, ক = ২১৬/৭২
∴ ক = ৩
∴ তৃতীয় সংখ্যাটি ৩।

৩৮। ২৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত?
ক) ৩৭ ডিগ্রী
খ) ১১৮ ডিগ্রী
গ) ১৫২ ডিগ্রী
ঘ) ৩৩২ ডিগ্রী
ব্যাখ্যা: দুইটি কোণে সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৩৯। ৩৭ ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণ কত?
ক) ৩৭ ডিগ্রী
খ) ৫৩ ডিগ্রী
গ) ১২৭ ডিগ্রী
ঘ) ১৪৩ ডিগ্রী
ব্যাখ্যা: বিপ্রতীপ কোণ: দুটি রেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোণদ্বয়ের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান।

৪০। ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত?
ক) ১০
খ) ২৫
গ) ৫০
ঘ) ১০০
ব্যাখ্যা: ধারার সমষ্টি = {n(n+1)}/2
= {৯৯ (৯৯+১)} /২
= ৯৯×১০০ /২
= ৯৯০০ /২
= ৪৯৫০
∴ গড় = ৪৯৫০/৯৯ = ৫০
উত্তর: ৫০

৪১। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কি কোণ?
ক) সমকোণ
খ) সূক্ষ্মকোণ
গ) স্থূলকোণ
ঘ) সরলকোণ
ব্যাখ্যা: সমকোণ: যে কোণের পরিমাণ ৯০° তাকে সমকোণ বলে। স্থূলকোণ: যে কোণের পরিমাণ ৯০°অপেক্ষা বেশি এবং ১৮০° অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে। সরলকোণ: যে কোণের পরিমাণ ১৮০° তাকে সরলকোণ বলে।

৪২। ১টি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে। সর্বমোট কতটি গাছ আছে?
ক) ৬৮ টি
খ) ৪৮ টি
গ) ১৬৪ টি
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: ১৬ জাতের ১/৪ অংশ = ১৬ এর ১/৪ = ৪টি
১৬ জাতের ৩/৪ অংশ = ১৬ এর ৩/৪ = ১২টি
৪টি জাতের ৫টি করে মোট গাছ আছে = ৪×৫=২০টি
১২টি জাতের ৪টি করে মোট গাছ আছে = ১২×৪=৪৮টি
∴ মোট গাছ আছে (২০+৪৮) = ৬৮ টি
উত্তর: ৬৮ টি।

৪৩। ১টি চৌবাচ্চার “৩” /”৫” ভাগ পূরণ হতে ৭ ঘন্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
ক) ৫ ঘন্টা ২০ মিনিট
খ) ৪ ঘন্টা ৪০ মিনিট
গ) ৪ ঘন্টা ২০ মিনিট
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: চৌবাচ্চাটির বাকি অংশ= (১ – ৩/৫) = ২/৫ অংশ
আমরা জনি, ৭ ঘন্টা = (৬০×৭) = ৪২০ মিনিট
৩/৫ ভাগ পূরণ হতে সময় লাগে ৪২০ মিনিট
∴ ১ ভাগ পূরণ হতে সময় লাগে ৪২০× ৫/৩ মিনিট
∴ ২/৫ ভাগ পূরণ হতে সময় লাগে (৪২০×৫ ×২)/(৩×৫) = ২৮০ মিনিট
∴ ২৮০ মিনিট = ৪ ঘন্টা ৪০ মিনিট
উত্তর: ৪ ঘন্টা ৪০ মিনিট

৪৪। ২ টি সংখ্যার গুনফল ১৮৯ এবং সংখ্যা দুটির যোগফল ৩০। সংখ্যা দুটি কত?
ক) ১৮, ৯
খ) ১০, ৩
গ) ৬৩, ৩
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুটি x এবং y
প্রথম শর্তে, xy = 189——–(i) নং
দ্বিতীয় শর্তে, x+y = 30 ——–(ii) নং
আমরা জনি, (x+y)2 = (x-y)2 + 4xy
বা, (30)2 = (x-y)2 + 4189
বা, 900 = (x-y)2 + 756
বা, (x-y)2 + 756 = 900
বা, (x-y)2 = 900 – 756
বা, (x-y)2 = 144
বা, x-y = √144
∴ x-y = 12——–(iii) নং
এখন, (ii) নং ও (iii) নং যোগ করে পাই,
x+y + x-y = 30+12
∴ 2x = 42
∴ x = 21
x এর মান (ii) নং এ বসিয়ে পাই,
x+y = 30 ——–(ii) নং
বা, 21+y = 30
বা, y = 30-21
∴ y = 9
∴ সংখ্যা দুটিx = 21 এবং y = 9

৪৫। ২টি ভগ্নাংশের গুণফল ১৫/২৮ । এদের একটি ৫/৭ হলে অপর ভগ্নাংশটি কত?
ক) ২/৩
খ) ১/৩
গ) ৩/৪
ঘ) ১/৪
ব্যাখ্যা: অপর ভগ্নাংশ = গুনফল স্ট একটি ভগ্নাংশ
= ১৫/২৮ ÷ ৫/৭
= ১৫/২৮ × ৭/৫
= ৩/৪
∴ অপর ভগ্নাংশ = ৩/৪

৪৬। পানি ভর্তি ১টি বালতির ওজন ১২ কেজি। বালতি অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
ক) ৫ কেজি
খ) ৭ কেজি
গ) ২ কেজি
ঘ) ১ কেজি
ব্যাখ্যা: পানি ভর্তি ১টি বালতির ওজন ১২ কেজি
অর্ধেক পানি সহ বালতির ওজন ৭ কেজি
বালতি বাদে অর্ধেক পানির ওজন (১২-৭) = ৫ কেজি
∴ বালতি বাদে সম্পূর্ণ পানির ওজন ৫×২ = ১০ কেজি
∴ খালি বালতির ওজন (১২-১০) = ২ কেজি
উত্তর: ২ কেজি।

৪৭। ত্রিভুজ হওয়ার শর্ত কি?
ক) যেকোন দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর
খ) যেকোন দুবাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর
গ) তিনটি বাহুর দৈর্ঘ্য সমান
ঘ) একটি কোন সমকোন
ব্যাখ্যা: তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।

৪৮। ১৫ টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
ক) ৪টি
খ) ৫টি
গ) ১০টি
ঘ) ৬টি
ব্যাখ্যা: ১৫ টি ছাগলের মূল্যে গরু পাওয়া যাবে ৩টি
∴ ১ টি ছাগলের মূল্যে গরু পাওয়া যাবে ৩/১৫ টি
∴ ২০ টি ছাগলের মূল্যে গরু পাওয়া যাবে ৩×২০/১৫ টি
= ৪টি
উত্তর: ৪টি।

৪৯। x+2y=4 এবং xy=2 হয়, তবে x= কত?
ক) 0
খ) 2
গ) 1
ঘ) 4
ব্যাখ্যা: দেওয়া আছে,
x+2y=4——–(i) নং
xy=2———-(ii) নং
আমরা জনি, (x+2y)2 = (x-2y)2 + 4x2y
বা, (4)2 = (x-2y)2 + 8xy
বা, 16 = (x-2y)2 + 82
বা, (x-2y)2 + 16 = 16
বা, (x-2y)2 = 16-16
বা, (x-2y)2 = 0
বা, x-2y =√0
∴ x-2y = 0———-(iii) নং
এখন, (i) নং ও (iii) নং যোগ করে পাই,
x+2y+x-2y =4+0
বা,  2x = 4
∴ x = 2

৫০। 2টি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুনফল 432। তবে বড় সংখ্যাটি কত?
ক) 36
খ) 37
গ) 38
ঘ)40
ব্যাখ্যা: ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y
প্রথম শর্তে, x+y = 48——–(i) নং
দ্বিতীয় শর্তে, xy = 432——–(ii) নং
আমরা জনি, (x-y)2 = (x+y)2 – 4xy
বা, (x-y)2 = (48)2 – 4432
বা, (x-y)2 = 2304 – 1728
বা, (x-y)2 = 576
বা, x-y = √576
∴ x-y = 24——–(iii) নং
এখন, (i) নং ও (iii) নং যোগ করে পাই,
x+y+ x-y = 48+24
বা, 2x = 72
∴ x = 36
∴ বড় সংখ্যাটি x = 36

৫১। ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল–
ক) ৩১৪৭
খ) ২২৮৭
গ) ২৯৮৭
ঘ) ২১৮৭
ব্যাখ্যা:
০,১,২,৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৩২১০
০,১,২,৩ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০২৩
∴ নির্ণেয় বিয়োগফল= ২১৮৭
[নোট:০ দ্বারা কোন সংখ্যা শুরু হয় না, তাই ক্ষুদ্রতম সংখ্যা বানানোর ক্ষেত্রে প্রথমে ১ বসিয়ে তারপর ০ বাসাতে হবে।]
উত্তর: ২১৮৭

৫২। যদি a+b=2, ab=1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে–
ক) 0,2
খ) 1,1
গ) 0
ঘ) -3,-4
ব্যাখ্যা: দেওয়া আছে,
a+b=2——–(i) নং
ab=1———-(ii) নং
আমরা জনি, (a+b)2 = (a-b)2 + 4ab
বা, (2)2 = (a-b)2 + 41
বা, 4 = (a-b)2 + 4
বা, (a-b)2 + 4 = 4
বা, (a-b)2 = 4 – 4
বা, (a-b)2 = 0
বা, a-b = √0
∴ a-b = 0 ——–(iii) নং
এখন, (i) নং ও (iii) নং যোগ করে পাই,
a + b+ a – b = 2 – 0
বা, 2a = 2
∴ a = 1
a এর মান (i) নং এ বসিয়ে পাই,
a+b=2
বা, 1+b=2
বা, b=2-1
∴ b = 1
∴ a = 1 এবং b = 1

৫৩। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
ক) 70
খ) 40
গ) 90
ঘ) 75
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x
x এর 40% + 42 = x
বা, x × 40/100  + 42 = x
বা, 40x/100+ 42 = x
বা, 4x/10+ 42 = x
বা, 4x/10 – x = – 42
বা, -6x/10= – 42
বা, – 6x = – 420
বা, 6x = 420
∴ x = 70

৫৪। ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালন করা হয় কোন তারিখে?
ক) ৮ মার্চ
খ) ৭ এপ্রিল
গ) ১১ জুলাই
ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা: ৮ মার্চ আন্তর্জাতক নারী দিবস; ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য বিস; ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস; ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস।

৫৫। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
ক) ১০ ডিসেম্বর
খ) ১০ জানুয়ারী
গ) ১০ মার্চ
ঘ) ১০ জুন
ব্যাখ্যা: একাত্তরের ২৫ শে মার্চ মধ্যরাতে শেখমুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে পাকিস্তানের করাচি শহরের মিয়াওয়ালি কারাগারে বন্দী করে রাখা হয়। ১৯৭২ সালে ৮ জানুয়ারি তিনি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান। ১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এজন্য ১০ জানুয়ারি ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালিত হয়। স্বদেশ প্রত্যাবর্তন কালে তিনি ব্রিটেন ও ভারত সফর করেন।

৫৬। তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র কোনটি?
ক) হাইড্রোমিটার
খ) ব্যারোমিটার
গ) থার্মোমিটার
ঘ) স্ফেরোমিটার
ব্যাখ্যা: ব্যারোমিটার হল বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র। ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টরেসিলি। থার্মোমিটার হল তাপমাত্রা পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র। গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ মাপা হয় স্ফেরোমিটার দিয়ে।

৫৭। বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
ক) আগারগাঁও
খ) কুমিল্লা
গ) শাহবাগ
ঘ) সোনারগাঁও
ব্যাখ্যা: বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে ১৯৭৫ সালে লোক ও কারুশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়। নারায়নগঞ্জ জেলার সোনাগাঁওয়ের ‘বড় সর্দার বাড়ি’ নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।

৫৮। নিচের কোনটি পরিবার পরিবার পরিকল্পনার অস্থায়ী পদ্ধতি নয়?
ক) টিউবেকটমি
খ) ইমপ্ল্যান্ট
গ) আইইউডি
ঘ) খাবার বড়ি
ব্যাখ্যা: মহিলাদের জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিকে বলা হয় টিউবেকটমি। অন্যদিকে, ইমপ্ল্যান্ট একটি অস্থায়ী দীর্ঘ মেয়াদী, শুধুমাত্র প্রজেষ্ট্রোজেন হরমোন সমৃদ্ধ কার্যকর গর্ভনিরোধক যা মহিলাদের বাহুতে চামড়ার নিচে স্থাপন করা হয়। আইইউডি মহিলাদের জরায়ুতে স্থাপন উপযোগী একটি দীর্ঘ মেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বাংলাদেশে সরকারী কার্যক্রমে ব্যবহৃত আইইউডি’র নাম কপার-টি ৩৮০-এ। খাবার বড়ি মহিলাদের একটি অস্থায়ী হরমোনাল জনমইনয়ান্ত্রন পদ্ধতি।

৫৯। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক) নাফ
খ) কর্ণফুলী
গ) নবগঙ্গা
ঘ) ভাগীরথী
ব্যাখ্যা: নাফ নদী মিয়ানমারের আরাকান রাজ্য ও বাংলাদেশের কক্সবাজার জেলাকে পৃথক করেছে। বাংলাদেশের দক্ষিণের উপজেলা টেকনাফ এবং মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর তীরে অবস্থিত।

৬০। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি?
ক) সোনাদিয়া
খ) নিঝুম দ্বীপ
গ) কুতুবদিয়া
ঘ) নারিকেল জিঞ্জিরা
ব্যাখ্যা: সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। এটি টেকনাফ সমুদ্র উপকূল হতে ৯ কি.মি দক্ষিণে নাফ নদীর মুখে অবস্থিত। সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা। দ্বীপটি পর্যটন কেন্দ্র, মৎস আহরণ, চুনাপাথর, খনিজ পদার্থ প্রভৃতির জন্য বিখ্যাত।

৬১। থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
ক) রুপি
খ) বাথ
গ) দিনার
ঘ) ডলার
ব্যাখ্যা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং মুদ্রার নাম বাথ। অন্যদিকে, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিচেলিস প্রভৃতি দেশের মুদ্রার নাম রুপি; আলজেরিয়া, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, সার্বিয়া, তিউনেসিয়া প্রভৃতি দেশের মুদ্রার নাম দিনার। অস্ট্রেলিয়া, আমেরিকা, বাহামা, বেলিজ, ব্রæনাই, কানাডা, ফিজি, হংকংলাইব্রেরিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, সুরিনাম, তাইওয়ান প্রভৃতি দেশের মুদ্রার নাম ডলার।

৬২। আয়তনে বড় মহাসাগর কোনটি?
ক) ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর
গ) উত্তর মহাসাগর
ঘ) আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা: প্রশান্ত মহাসাগরের আকৃতি বৃহদাকার ত্রিভুজের মত। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম স্থান। এই স্থানের গভীরতা ১১০৩৩ মিটার বা ৩৬১৯৯ ফুট। পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। ২৩০০ কি.মি দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

৬৩। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক) করতোয়া
খ) গঙ্গা
গ) ব্রহ্মপুত্র
ঘ) মহানন্দা
ব্যাখ্যা: মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়, (বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে) করতোয়া নদীর পশ্চিম তীরে।

৬৪। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?
ক) বর্ধমান হাউজ
খ) বাংলা ভবন
গ) আহসান মঞ্জিল
ঘ) চামেলী হাউজ
ব্যাখ্যা: বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমিপ্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন “বর্ধমান হাউজ”-এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। বাংলা একাডেমির ‘বর্ধমান হাউজে’ একটি “ভাষা আন্দোলন জাদুঘর” আছে।

৬৫। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
ক) জর্জ বুশ
খ) আব্রাহাম লিঙ্কন
গ) জর্জ ওয়াশিংটন
ঘ) থিওডর রুজভেল্ট
ব্যাখ্যা: জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।

৬৬। বৈদ্যুতিক ক্ষমতার একক কি?
ক) জুল
খ) ওয়াট
গ) নিউটন
ঘ) ক্যালরি
ব্যাখ্যা: ওয়াট আন্তর্জাতিক একক পদ্ধতিতে ক্ষমতার একক। স্কট্স ইঞ্জিনিয়ার জেমস ওয়াটের একক বা মানের নাম করেছিল। এটি জুল প্রতি সেকেন্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়।

৬৭। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায়?
ক) ফরিদপুর
খ) দিনাজপুর
গ) ঈশ্বরদী
ঘ) ঢাকা
ব্যাখ্যা: বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আখসহ দেশের অন্যান্য চিনি উৎপাদনকারী শস্যের গবেষণার দায়িত্বে নিয়োজিত একটি স্বায়ত্ত¡শাসিত জাতীয় প্রতিষ্ঠান। এটি ঢাকার ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাবনা জেলার ঈশ্বরদীতে ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়।

৬৮। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ?
ক) আম বৃক্ষ
খ) কাঁঠাল বৃক্ষ
গ) সেগুন বৃক্ষ
ঘ) শাল বৃক্ষ
ব্যাখ্যা: জাতীয় বৃক্ষ হলো আম গাছ। ২০১০ সালের মন্ত্রিসভার বৈঠকে আম গাছকে জাতীয় বৃক্ষের মর্যাদা দেয়া হয়। মূলত ফল হিসেবে আমের জনপ্রিয়তা, দেশের সর্বত্র আম গাছের সুপ্রাপ্যতা, গাছটির কাঠের উপযোগিতা, আম বাগানের ঐতিহাসিক প্রসঙ্গ (১৭৫৭ সালের পলাশীর আমবাগানের যুদ্ধ, ১৯৭১ সালের মুজিবনগর আমবাগানে মুক্তিযুদ্ধের শপথ, জাতীয় সংগীতে আমবাগানের উল্লেখ) ইত্যাদি বিবেচনায় এনে আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়।

৬৯। সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কি বলে?
ক) হারিকেন
খ) সাইক্লোন
গ) সুনামি
ঘ) টাইফুন
ব্যাখ্যা: ‘সুনামি’ নামটি জাপানি ভাষার শব্দ থেকে উৎসারিত। জাপানি শব্দটিকে ইংরেজিতে লিখলে হয় “Tsunami”, সে হিসেবে বাংলায়ও প্রথম প্রথম “ৎসুনামি” নামটি ব্যবহৃত হয়। পরে উচ্চারণগত বানান, অর্থাৎ “সুনামি” সর্বসম্মতভাবে গৃহীত হয়। সুনামি বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমি ধ্বস অন্যতম। তন্মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য: সমুদ্র সমতলের ২০-৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটন এবং টেকটনিক প্লেটের আকস্মিক উত্থান-পতন।

৭০। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
ক) কঙ্গো
খ) নীলনদ
গ) নাইজার
ঘ) আমাজন
ব্যাখ্যা: নীলনদ আফ্রিকা তথা বিশ্নের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ৬৬৯০ কি.মি। এর দুইটি উপনদী রয়েছে, হোয়াইল নাইল এবং বøু নাইল। এর মধ্যে হোয়াইট নাইল দীর্ঘতম। নীল নদ আফ্রিকার মোট ১১টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যথা- রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা, তাঞ্জানিয়া, কেনিয়া, কঙ্গো, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান, সুদান এবং মিশর।

বি.দ্র: এই ওয়েবসাইডের কোন লেখা কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

 

‘মেডিকন’ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ গাইড ( নতুন সংস্করন)

আমাদের ফেসবুক পেইজ

%d bloggers like this: