নার্সিং পড়ার যোগ্যতা ও নার্সিং পরীক্ষার মানবন্টন

নার্সিং পড়ার যোগ্যতা ও নার্সিং পরীক্ষার মানবন্টন

নার্সিং পড়ার যোগ্যতা (সরকারি /বেসরকারি) ও নার্সিং পরীক্ষার মানবন্টন।

 

¤ বিএসসি ইন নার্সিং পড়ার যোগ্যতা-
* আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
* এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২০২১ অথবা ২০২২ ইংরেজি সালে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় ২০১৯ অথবা ২০২০ ইংরেজি সালে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় সর্বমোট নূন্যতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (GPA) ৩.০০ এর কম গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

 

¤ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (Diploma Nursing)/ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়ার যোগ্যতা-
উত্তর: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (Diploma Nursing)/ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়ার যোগ্যতা
* আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
* এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২০২১ অথবা ২০২২ ইংরেজি সালে এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় ২০১৯ অথবা ২০২০ ইংরেজি সালে যেকোন বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট নূন্যতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।

 

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২১-২২ নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা

Medicon Nursing Admission Guide

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন-
বাংলা- ২০
ইংরেজি- ২০
সাধারণ গণিত- ১০
সাধারণ জ্ঞান- ২০
সাধারণ বিজ্ঞান (পদার্থ, রসায়ন, জীব) – ৩০
মোট= ১০০ নম্বর

 

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি+ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার মানবন্টন-
বাংলা- ২০
ইংরেজি- ২০
সাধারণ গণিত- ১০
সাধারণ জ্ঞান- ২৫
সাধারণ বিজ্ঞান – ২৫
মোট= ১০০ নম্বর

 

 

নার্সিং ভর্তির সকল আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

%d bloggers like this: