ডিপ্লোমা নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১ইং সেশন।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা ২০২০-২১ ইং সেশনের প্রশ্ন সমাধান।
০১। ‘রিক্সা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর: জাপানি
০২। Which one is the correct spelling?
উত্তর: Pneumonia.
০৩। গোঁফ খেজুরে’ অর্থ কি?
উত্তর: নিতান্ত অলস
০৪। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন কে?
উত্তর: মাইকেল মধুসুদন দত্ত।
০৫। কোন সালে ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষিত হয়?
উত্তর: ১৯৬৬।
০৬। পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু।
০৭। গ্রীনহাউস প্রভাবের জন্য কোন গ্যাসটি দায়ী?
উত্তর: Co2
০৮। খাদ্য লবনের রাসায়নিক সংকেত কি?
উত্তর: NaCl
০৯। নিচের কোন এসিডের কারণে পিঁপড়ার কামড়ে জ্বালা করে?
উত্তর: ফরমিক এসিড।
১০। বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?
উত্তর: ১২ টি।
১১। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯১৩।
১২। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টর ভাগ করা হয়েছিল?
উত্তর: ১১ টি।
১৩। Fill in the blank with appropriate word. He — here yesterday.
উত্তর: came
১৪। আয়রনের অভাবে কোন রোগ হয়?
উত্তর: রক্তশূন্যতা।
১৫। কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
উত্তর: রাষ্ট্রপতি।
১৬। which one of the following is correct sentenes.
উত্তর: we write in ink.
১৭। তামার সাথে কোন ধাতুর মিশ্রনে ব্রঞ্চ তৈরি করা হয়।
উত্তর: টিন
১৮। নবায়নযোগ্য শক্তি নিচের কোনটি?
উত্তর: সৌরশক্তি।
১৯। একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল কত?
উত্তর: 200 টাকা
২০। “তাল পাতার সেপাই” কথাটির অর্থ কি?
উত্তর: অতিশয় দুর্বল।
২১। তিনটি বছর। এখানে “তিনটি” কোন পদ?
উত্তর: বিশেষ্য।
২২।a+b=5 এবং ab=12হলে, a2+b2 = কত?
উত্তর: 1
২৩। “you will be helped by me.”- change into active form.
উত্তর: I shall help you.
২৪। Fill in the blank with appropriate word. He died —- hunger.
উত্তর: of
২৫। চন্দ্র এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর: শশী
২৬। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে কোন দেশে?
উত্তর: যুক্তরাষ্ট্র।
২৭। সম্প্রতি অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে সর্বোচ্চ পদক পেয়েছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।
২৮। Select the correct sentence.
উত্তর: He Reads the ittefaq regulary.
২৯। মুজিব বর্ষের সময় কাল কত?
উত্তর: 17 মার্চ 2020-16 ডিসেম্বর 2021
৩০। মানব দেহের রক্তের PH এর স্বাভাবিক মান কত?
উত্তর: 7.4
৩১। বাংলাদেশ নিচের কোন আঞ্চলিক জোটের সদস্য নয়?
উত্তর: আসিয়ান
৩২। কোন বর্গাকার জমির দৈর্ঘ্য 5 মিটার হলে জমির ক্ষেত্রফল কত?
উত্তর: 25 বর্গ মিটার।
৩৩। 0.01 এর বর্গমূল কত?
উত্তর: 0.1
৩৪। ফরমালিনে শতকরা কত ভাগ মিথানল থাকে?
উত্তর: 40%
৩৫। নিচের কোনটি সংক্রামক ব্যাধি?
উত্তর: যক্ষ্মা
৩৬। Fill in the blank with appropriate word. Rahim has been ill—-Saturday last.
উত্তর: since
৩৭। নিচের কোনটির পৃষ্ঠের মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি?
উত্তর: পৃথিবী।
৩৮। বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে?
উত্তর: আর্গন।
৩৯। আমি ভর্তি পরীক্ষা দিচ্ছি – Translate into English.
উত্তর: I am taking part in the admission test.
৪০। Fill in the blank with appropriate word. – One third of our work — finished.
উত্তর: has been
৪১। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি?
উত্তর: বীরশ্রেষ্ঠ।
৪২। বাংলাদেশে কোভিড-১৯ এর কোন টিকা প্রথম প্রয়োগ করা হয়?
উত্তর: কোভি-শিল্ড।
৪৩। ‘রক্তকরবী” কোন জাতীয় গ্রন্থ?
উত্তর: নাটক।
৪৪। Synonym of word “depressed” is-
উত্তর: sad
৪৫। আফগানিস্তানে সম্প্রতি কোন দল ক্ষমতায় এসেছে?
উত্তর: তালেবান।
৪৬। বাংলাদেশের জাতীয় শিশু দিবস করে?
উত্তর: 17 মার্চ
৪৭। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর: কঠিন।
৪৮।12⁄ 5 এবং 11⁄ 20 এর অনুপাত নিচের কোনটি?
উত্তর: 4:3
৪৯। কোন রোগটির প্রতিষেধক “ডিপিটি” ভ্যাক্সিন নয়?
উত্তর: টিটেনাস।
৫০। ভূ-পৃষ্ঠে কোন বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে কত?
উত্তর: 50 কেজি।
৫১। ” এক ঘণ্টা যাবৎ বৃষ্টি হইতেছে। Translate into English.
উত্তর: It has been raining for one hour.
৫২। “ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা” পংক্তির লেখক কে?
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়।
৫৩। “জীবন থেকে নেয়া” কার লেখা?
উত্তর: জহির রায়হান।
৫৪। “বসুমতি” শব্দটির সমার্থক শব্দ কোনটি?
উত্তর: ধরিত্রী।
৫৫। what is the antonym of gentle”?
উত্তর: Rude.
৫৬। ডেঙ্গু রোগ ছড়ায় কোনটি?
উত্তর: এডিস মশা।
৫৭। কোনটি সঠিক শব্দ?
উত্তর: আপাদমস্তক।
৫৮। No man can—alone.
উত্তর: live
৫৯। change the verb ‘lose’ into noun.
উত্তর: loss
৬০। পরমশূন্য তাপমাত্রার মান কত?
উত্তর: -273°C
৬১। নিচের কোন জ্যামিতিক আকৃতিগুলির প্রত্যেকটি কোন সমকোন?
উত্তর: বর্গ ও আয়তক্ষেত্র।
৬২। জীবাণুমুক্ত করতে ন্যূনতম কতক্ষণ সাবান দিয়ে হাত ধুতে হয়?
উত্তর: ২০ সেকেন্ড।
৬৩। “দশে মিলে করি কাজ”, কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্তৃকারকে সপ্তম।
৬৪। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১০ জানুয়ারি।
৬৫। যা বলা হয়নি- এক কথায় হবে।
উত্তর: অনুক্ত।
৬৬। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
উত্তর: সিলিকন
৬৭। কোন হরমোনের ঘাটতির কারণে ডায়াবেটিস হয়?
উত্তর: ইনসুলিন
৬৮। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়?
উত্তর: দূরত্ব
৬৯। “we can do the work.” interrogative form is—
উত্তর: Can we do the work.
৭০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২০ সালের হালনাগাদ জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
উত্তর: 72.8 বছর।
৭১। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?
উত্তর: জো বাইডেন।
৭২। কোনটি পানিবাহিত রোগ?
উত্তর: টাইফয়েড।
৭৩। মানবশরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র কোনটি?
উত্তর: অক্সিমিটার
৭৪। am ÷ an=?
উত্তর: am-n
৭৫। কোন সংখ্যার সাথে 2 যোগ করলে তা 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য হবে?
উত্তর: 70
৭৬। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুন, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। পিতার বর্তমান বয়স কত?
উত্তর: 30 বছর।
৭৭। বাংলাদেশের কোন বিজ্ঞানী ২০২১ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করে?
উত্তর: ড. ফেরদৌসী কাদরী।
৭৮। “অলীক” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর: বাস্তব।
৭৯। কোনটির লিঙ্গান্তর হয় না?
উত্তর: কবিরাজ।
৮০। which one is the correct spelling?
উত্তর: Synonymous
৮১। নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে?
উত্তর: অ্যান্টিবডি
৮২। মানব দেহের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি?
উত্তর: 4
৮৩। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তর: শব্দ
৮৪। সিরামিক শিল্পে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়-
উত্তর: চায়না ক্লে
৮৫। ” Both are honest” Transform the Sentence into negative.
উত্তর: Neither is dishonest.
৮৬। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতিত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল?
উত্তর: অর্থ বিল
৮৭। বাংলাদেশের বর্তমান টি-২০ ক্রিকেট দলের অধিনায়কের নাম কি?
উত্তর: মাহমুদুল্লাহ রিয়াদ
৮৮। “বৃষ্টি” এর সন্ধি বিচ্ছেদ-
উত্তর: বৃষ+তি
৮৯। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর: ৮
৯০। ড্রাইভিং লাইসেন্স প্রদান করে কোন সংস্থা?
উত্তর: BRTA
৯১। 1,4, 9.16, – শূন্যস্থানে কোন সংখ্যা হবে?
উত্তর: 25
৯২। WHO এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা।
৯৩। “দশ আনন যাহার – দশানন। এটি কোন সমাস?
উত্তর: বহুব্রীহি সমাস।
৯৪। সম্প্রতি আবিষ্কৃত বাংলাদেশের ২৮ তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তর: জকিগঞ্জ।
৯৫। Which is the Superlative degree ‘bad’.
উত্তর: Worst
৯৬। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
উত্তর: মাইটোকন্ড্রিয়া।
৯৭। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
উত্তর: ঘোড়া খুব দ্রুত
৯৮। এক গ্লাস স্নেহ পদার্থ থেকে আনুমানিক কি পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় ?
উত্তর: 9.3 কিলোক্যালরি
৯৯। What is the plural form of the word “louse”?
উত্তর: Lice
১০০। Fill in the blank with appropriate wond. This Is – Unique case.
উত্তর: A
নার্সিং সম্পর্কিত ফেসবুক গ্রুপে জয়েন করুন